মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিরোধী বিক্ষোভ চলাকালে এক বিক্ষোভকারী নিহত হয়েছে। দেশটির রাজধানীতে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে ১৯ বছর বয়সী এক তরুণ নিহত হয়। কর্তৃপক্ষ জানায়, নিহত তরুণের নাম জাইরো ওর্তিজো। বিক্ষোভকারীরা কারাকাসের উপকণ্ঠের একটি রাস্তা অবরোধ করে। এ সময় ন্যাশনাল গার্ডের সৈন্যরা তাদের ছত্রভঙ্গ করার জন্য গুলি চালালে জাইরো নামের এক তরুণের বুকে গুলি লাগে। এছাড়াও বৃহস্পতিবারের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে অন্তত ১৯ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের অধিকাংশই কাঁদানে গ্যাসের কারণে শ্বাসকষ্টে ভুগছিল। সাংবাদিকরা পাথরের আঘাতে ন্যাশনাল গার্ডের এক সৈন্য অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেছেন। মাদুরো বলেন, গত বৃহস্পতিবার রাতে ৩০ জনকে আটক করা হয়। তিনি বলেন, আমরা বিক্ষোভকারীদের সবাইকে শনাক্ত করেছি। তাদের গ্রেফতারে তল্লাশি চলছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।