Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলম্বিয়ায় ভ‚মিধসে ১০২ শিশুসহ ৩১৪ জনের প্রাণহানি

| প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মোকোয়ায় বড় ধরনের ভ‚মিধসে ৩১৪ জন প্রাণ হারিয়েছে। এরমধ্যে শিশুর সংখ্যা ১০২ জনেরও বেশি। গত শুক্রবার দেশটির সরকার একথা জানায়। টানা ভারী বর্ষণে নদীগুলোর পানি বেড়ে ভয়াবহ বন্যা দেখা দেয়ার এক সপ্তাহ আগে ভ‚মিধস ঘটে। এ সময় কাদাপানিতে শহরটি ঢেকে যায়। কাদাপানির তোড়ে বহু বাড়িঘর ভেসে যায় ও ধ্বংস হয়। এতে চাপা পড়ে বহু লোক মারা যায়। জাতীয় প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট শুক্রবার সর্বশেষ পরিস্থিতির বর্ণনা দিয়ে জানায়, এখন পর্যন্ত প্রাকৃতিক এই দুর্যোগে ৩৩২ জন আহত ও অন্তত ৪ হাজার ৫০৬ জন গৃহহীন হয়ে পড়েছে। দুর্যোগ ইউনিট আরো জানিয়েছে, তাদের কাছে ১২৭ জন নিখোঁজ হওয়ার খবর রয়েছে। এদের মধ্যে তিন জন বিদেশী নাগরিক রয়েছে। এরা স্পেন, জার্মানী ও ইকুয়েডোরের নাগরিক। রেডক্রস জানায়, পুতুমায়ো অঞ্চলের রাজধানী মোকোয়ার প্রায় ৪৫ হাজার লোক প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। অঞ্চলটিতে ৭০ হাজার লোকের বাস। মোকোয়া পুনর্গঠন কার্যক্রম তরান্বিত করতে সরকার আনুষ্ঠানিকভাবে ৩০ দিনের অর্থনৈতিক, সামাজিক ও প্রতিবেশ জরুরি অবস্থা জারি করেন। এই পদক্ষেপের ফলে আনুষ্ঠানিকতা ছাড়াই আরো কম সময়ে সরাসরি পুনর্গঠনমূলক কাজ করা যাবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ