Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবার কাহিনীতে অভিনয়ে ফিরবেন পূজা ভাট

প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

অভিনয় থেকে চলচ্চিত্র নির্মাণে আগত পূজা ভাট ১৮ বছরের বিরতির পর তার বাবা মহেশ ভাটের লেখা কাহিনীতে অভিনয়ে ফিরবেন।
৪৩ বছর বয়সী অভিনেত্রীটির অভিনয়ে অভিষেক হয়েছিল তার বাবার পরিচালনায় নির্মিত ‘ড্যাডি’ চলচ্চিত্রটি দিয়ে ১৯৮৯ সালে। চলচ্চিত্রটি এক মদে আসক্ত বাবাকে তার বিপর্যস্ত জীবন থেকে ভালবাসা আর যতœ দিয়ে ফিরিয়ে আনার প্রচেষ্টা নিয়ে এক তরুণী গল্প। পূজা জানিয়েছেন নির্মিতব্য চলচ্চিত্রটি ‘ড্যাডি’র কাহিনীর বিপরীত। “আমি এই চলচ্চিত্রটিতে অভিনয় করছি। এটি ‘ড্যাডি’র মত, তবে তার বিপরীত সংস্করণ। এটি এক নারীর গল্প যে তার ক্যারিয়ার পেছনে ছুটছে আর অন্যদিকে তার মেয়েকে অর্থ উপার্জন আর খ্যাতি আনার দায়িত্ব দিয়ে রেখেছে,” তিনি বলেন। তিনি জানিয়েছেন এই কাহিনী নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য একজন উপযুক্ত পরিচালকের সন্ধান করা হচ্ছে।
“এই নারী বিষণœতা ভোগে এবং মদে আসক্ত, তবে সে একসময় তার ভুল বুঝে সব মীমাংসা করার চেষ্টা শুরু করে,” পূজা আরও বলেন।
‘ড্যাডি’র পর পূজা ‘দিল হ্যায় কে মানতা নেহি’, ‘সাড়াক’ এবং পির তেরি কাহানি ইয়াদ আয়ি’ চলচ্চিত্রগুলোতে অভিনয় করেন।
পূজা ভাট সর্বশেষ অভিনয় করেছেন মহেশ ভাট পরিচালিত ‘জখম’ চলচ্চিত্রে, এটি ১৯৯৮ সালে মুক্তি পেয়েছে। তিনি জানিয়েছে এরপর অসংখ্য অফার থাকা সত্ত্বেও অভিনয় থেকে দূরে থাকা নিয়ে তার মনে কোন ধরনের দুঃখবোধ নেই। তিনি এখন তার পরিচালনায় নির্মীয়মান অ্যাডাল্ট থ্রিলার ‘জিসম থ্রি’ নিয়ে ব্যস্ত আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাবার কাহিনীতে অভিনয়ে ফিরবেন পূজা ভাট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ