Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহবধূর গরু নিয়ে যাওয়ার অভিযোগ

| প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এক অসহায় গৃহবধূর গরু নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গরুটি নিয়ে যাওয়ার পর ওই গৃহবধূ বিচার চেয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন। গেল বুধবার পাওনা টাকার জেরে সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কুজিশহর গ্রামের বাসিন্দা জেসমিন বেগম নামে গৃহবধূর গরুটি নিয়ে যায় চেয়ারম্যানের লোকজন।
জানা যায়, কয়েক বছর আগে অভাবে পড়ে প্রতিবেশী আজাদের নিকট থেকে ১০ হাজার টাকা হাওলাত নেয় গৃহবধূ জেসমিন। যা পরিশোধের কথা শতকরা ২০% টাকা সুদ দিয়ে। সুদে আসলে ২৫ হাজার টাকা পরিশোধ করলেও প্রতিবেশী সুদখোর আজাদ আরো ২৩ হাজার টাকা দাবি করে। আর এরই জেরে সুদখোর আজাদ চেয়ারম্যানের কাছে বিচার দিলে চেয়ারম্যান মনিরুল হক বাবু ৪ জন চকিদার পাঠিয়ে ৩টি গরু জোরপূর্বক নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় এক লাখ ২০ হাজার টাকা বলে জানায় গৃহবধূ।
জেসমিন বেগম জানান, “চেয়ারম্যান সুদখোর লোকজনের পক্ষ নিয়ে বিচারের নামে আমার উপর নিপীড়ন চালাচ্ছে। শতকরা ২০ টাকা হারে আমার কাছ থেকে সুদ আদায় করার চেষ্টা চালাচ্ছে এখনো। তাইতো চেয়ারম্যান আমার কথা আমলে না নিয়ে গ্রাম্য সুদখোরদের কথায় আমার বাড়ি থেকে গরু ধরে নিয়ে গিয়ে আমাকে পথে বসানোর চেষ্টা করছেন। তাই আমি উপায় না পেয়ে বিচারের দাবি করেছি বিভিন্ন জায়গায়।
এ বিষয়ে সদর উপজেলার রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু জানান, জেসমিন ওই এলাকার আজাদ, আজিজুল, আলম, খালেক ও আশরাফুল নামে বেশ কয়েকজনের নিকট টাকা ধার নেন। কিন্তু পরিশোধ না করায় রুহিয়া ইউনিয়নের গ্রাম্য আদালতে বিচার প্রার্থী হন। বিচারে ঋণ গ্রহীতাকে তা পরিশোধের রায় দেওয়া হয়। কিন্তু তিনি টাকা পরিশোধ না করায় মালামাল ক্রোকের অংশ হিসেবে তার ৩টি গরু আটক করা হয়েছে। তবে টাকা পরিশোধ করলে গরু ফেরত পাবে। আর টাকা না দিলে গরু বিক্রি করে অভিযোগকারীদের টাকা পরিশোধ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ

১৩ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ