বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ানদহ বাজার থেকে এক মসজিদের ইমামকে অস্ত্রের ভয় দেখিয়ে হাইস গাড়ি নিয়ে এসে ধরে নেয়ার চারদিন পরও তার কোন সন্ধান পাচ্ছে না পরিবারের সদস্যরা। এ বিষয়ে তার স্ত্রী শামীমা বেগম সিংড়া থানায় জিডি করেছেন। জিডি ও পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, সিংড়া উপজেলার হাতিয়ানদহ বাজারের পার্শ্ববর্তী কালিকাপুরের নিজের ওয়ার্কশপ ইসলামিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বিকেল সাড়ে চারটার দিকে একই এলাকার দিঘলগ্রাম আহলে হাদিস মসজিদের ইমাম মোঃ আনিসুর রহমান (৩৭) কে একটি ছাই রংয়ের হাইস গাড়িতে করে কয়েকজন লোক এসে তুলে নিয়ে যায়। দোকানের কর্মচারীরা জানায়, আগত ব্যক্তিদের গায়ে জ্যাকেট এবং হাতে অস্ত্র ছিল। ইমামকে গাড়ীতে তুলে তারা নাটোরের দিকে চলে যায়। ঘটনার পর থেকে তার ০১৭২৯-৯৩৬৬২৭ মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। তিন পুত্র সন্তানের জনক মোঃ আনিসুর রহমান একই এলাকার আরকান্দি গ্রামের মোঃ ইউনুস আলী মিয়ার ছোট ছেলে। মসজিদে ইমামতির পাশাপাশি তিনি দীর্ঘ দিন থেকে কালিকাপুরে ওয়ার্কশপ-এর ব্যবসা করে আসছেন। ঘটনার পর থেকে তার স্ত্রী শামীমা বেগম, বোন রোকেয়া বেগম ও চাচাতো ভাই আজিজুর রহমান বাবলু নাটোরের পুলিশ সুপার, সিংড়া থানা, নাটোর ডিবি অফিস, র্যাব ও সিআইডি কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে দফায় দফায় ঘুরেও ইমাম আনিসুর রহমানের কোন সন্ধান পান নাই। শামীমা বেগম জানিয়েছেন, তার স্বামী কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। ব্যবসা বাণিজ্য নিয়েও কারো সাথে তাদের কোন বিবাদ নেই। অবিলম্বে তিনি তার স্বামীর সন্ধান দাবী করেছেন। তিনি বলেছেন তারপরও যদি প্রশাসনের মনে হয় তার স্বামী কোন অন্যায় করেছেন তাহলে তাকে নিখোঁজ না রেখে আইনের আওতায় আনা হোক। নাটোর জেলা ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতি ওমর আলী ও সহ-সভাপতি আব্দুল বাছেদ দ্রæত আনিসুর রহমানের সন্ধান দাবী করেছেন। সিংড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেছেন, তাকে কারা তুলে নিয়ে গেছে তা আমাদের জানা নেই। তবে তার নিখোঁজের বিষয়টি দেশের সকল থানাকে অবগত করা হয়েছে। তার সন্ধানে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।