পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবিএল) সম্প্রতি হোসেনপুর বাজার, কিশোরগঞ্জে ১২তম এজেন্ট ব্যাংকিং সেন্টারের উদ্বোধন করেছে। এমটিবি উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক এবং হোসেনপুর উপজেলার ইউএনও, আবদুল্লাহ-আল-মামুন এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অন্যান্যের মধ্যে এমটিবির হেড অব কার্ডস ও এডিসি, মোঃ আনোয়ার হোসেন, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট, রিটেল ব্যাংকিং ডিভিশন, মোঃ তৌফিকুল আলম চৌধুরী, হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন, মদন মোহন কর্মকার, অতিরিক্ত সচিব (অবঃ), আ. ন. ম. বদরুল আমিন, স্থানীয় গণ্যমান্য, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, এমটিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে, এমটিবির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচী “স্বপ্ন সারথি”র আওতায় ২০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।