Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসাদ সরকারই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে : তুর্কিমন্ত্রী

| প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার ইদলিব প্রদেশে হামলায় আসাদ সরকারই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে তা ময়নাতদন্তের ফলাফলে নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের বিচারমন্ত্রী। ওই হামলায় ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। গত বৃহস্পতিবার তুরস্কের বিচারমন্ত্রী বাকির বোজাগ রাষ্ট্র পরিচালিত আনাদুলো সংবাদ সংস্থাকে এ তথ্য জানান। গত মঙ্গলবারের ওই হামলায় আহতদের দুই-তৃতীয়াংশকে চিকিৎসার জন্য তুরস্ক আনা হলে পরে সেখান থেকে তিনজন মারা যায়। বাকির বোজাগ বলেন, নিহত তিনজনের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের ফলাফলে নিশ্চিত করা হয়েছে যে, সেখানে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। তিনি আরো বলেন, এ ছাড়াও, বৈজ্ঞানিকভাবে পরিচালিত এই তদন্তে নিশ্চিত করা হয়েছে, আসাদ সরকারই এই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু তিনি জানাননি। বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ইদলিব প্রদেশের খান শেইখুনে মঙ্গলবারের ওই হামলায় ২০ শিশুসহ অন্তত ৮০ জন মানুষ নিহত হয়। হামলায় আরো কয়েক ডজন লোকের অবস্থা অত্যন্ত মুমূর্ষু। তাদের খিঁচুনিসহ মুখ দিয়ে ফেনা বের হতে থাকে বলে ডাক্তাররা জানিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সন্দেহভাজন রাসায়নিক অস্ত্র হামলার বেশ কিছু উপাদান পাওয়া গেছে। ভুক্তভোগীদের মধ্যে নার্ভ এজেন্টসহ রাসায়নিক পদার্থের উপসর্গ দেখা গেছে। গত বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ব্রিটেন, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থাপিত একটি খসড়া রেজল্যুশন নিয়ে আলোচনা করা হয়। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ