মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চলমান গৃহযুদ্ধে বিদ্রোহীদের বিরুদ্ধে বিজয় ছাড়া সরকারের অন্য কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ক্রোয়েশিয়ার দৈনিক ভিসানজি লিস্টে গত বৃহস্পতিবার প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। ছয় বছরের বেশি সময় ধরে সিরিয়ায় আসাদকে উচ্ছেদে লড়াই চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। প্রথম দিকে যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া বিদ্রোহীদের হামলায় আসাদের ক্ষমতার ভিত নড়ে উঠেছিল। পরে অবশ্য রাশিয়ার সমর্থন পাওয়ার পর বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে একের পর এক বিজয় পেতে শুরু করেন আসাদ। ভিসানজি লিস্টে প্রকাশিত সাক্ষাৎকারে দেখা গেছে, আসাদ বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে জেতার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। তিনি বলেন, আমাদের বড় আশা আছে যা আরো বড় হচ্ছে এবং এই আশা গড়ে উঠেছে আস্থার ওপর ভিত্তি করে। আস্থা ছাড়া কোনো আশা থাকতে পারে না। যে কোনো ক্ষেত্রেই হোক না কেন বিজয় ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, যদি আমরা এই যুদ্ধে বিজয়ী না হই, তার মানে হচ্ছে সিরিয়াকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে। এই যুদ্ধের মুখোমুখি হওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আর এ কারণেই আমরা আত্মবিশ্বাসী, অটল ও দৃঢ়প্রতিজ্ঞ। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।