Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের নীতির বিরুদ্ধে ১৭ অঙ্গরাজ্যের যৌথ মামলা

| প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে দেশটির ১৭টি অঙ্গরাজ্য একযোগে মামলা করেছে। ট্রাম্পের জ্বালানি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নীতিমালার প্রতিবাদে নিউইয়র্কের নেতৃত্বে এসব অঙ্গরাজ্য একজোট হয়েছে। তাদের মতে, জলবায়ু পরিবর্তন রোধে সরকারের আইনি বাধ্যবাধকতা থাকা প্রয়োজন। স্থানীয় সময় গত বুধবার এ মামলা দায়ের করেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যান। আবেদনকারীর তালিকায় আরো আছে ক্যালিফোর্নিয়া, কানেকটিকাট, ডেলওয়ার, হাওয়াই, ইলিনয়, আইওয়া, মেরিন, ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিনেসোটা, নিউ মেক্সিকো, ওরেগন, রোডস আইল্যান্ড, ভারমন্ট, ভার্জিনিয়া ও ওয়াশিংটন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের নাম। সঙ্গে আছে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াসহ ছোট ছোট বেশ কয়েকটি অঞ্চল। গত সপ্তাহে কয়লানির্ভর কর্মসংস্থান ফিরিয়ে আনতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ২০১৫ সালে গৃহীত পরিচ্ছন্ন জ্বালানি পরিকল্পনা বাতিল করার কথা জানান ট্রাম্প। এনার্জি ইন্ডিপেন্ডেন্স এক্সিকিউটিভ অর্ডার নামে নতুন নির্বাহী আদেশ জারি করেন। এর ফলে ফেডারেল জমিতে কয়লা ইজারার ওপর বিধিনিষেধ তুলে নেওয়া হয়। তেল ও গ্যাস উৎপাদন থেকে মিথেনের নিঃসরণ কমাতে ওবামা যে নিষেধাজ্ঞা জারি করেছিলেন, সেগুলো উঠে যায়। এ আদেশের মাধ্যমে ট্রাম্প নিজের কার্বন নিঃসরণ মাত্রা শিথিলের অঙ্গীকার পূরণ করলেও যুক্তরাষ্ট্রের জন্য ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির শর্ত পূরণ আর সম্ভবপর হবে না বলে মন্তব্য করেন এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির (ইপিএ) প্রধান স্কট প্রুইট। ট্রাম্পের এ উদ্যোগ মানতে পারছে না অঙ্গরাজ্যগুলো। কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি ঠেকিয়ে রাখা মার্কিন প্রশাসনের দায়িত্ব বলে মনে করছে তারা। এ কারণে ট্রাম্পের পরিবেশ ও জ্বালানি নীতিকে একযোগে আইনি চ্যালেঞ্জ জানিয়েছে ১৭টি অঙ্গরাজ্য। এক বিবৃতিতে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যান বলেন, আমাদের দাবি খুবই পরিষ্কার। ইপিএকে অবশ্যই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো থেকে কার্বন নিঃসরণ মাত্রা কমাতে হবে। আর জলবায়ু পরিবর্তনের বিষয়ে সরকারকেই দায়বদ্ধ হতে হবে। প্রসঙ্গত, পরিবেশ সুরক্ষায় নেয়া ওবামার উদ্যোগটি আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছিল। এখন সর্বোচ্চ আদালতের নির্দেশে ওবামার পরিকল্পনাটি স্থগিত আছে। দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ