Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশি বিনিয়োগকারীদের সম্পদ রেজিস্টারের পরিকল্পনা যুক্তরাজ্যের

| প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বে প্রথমবারের স্বচ্ছ সম্পদ রেজিস্টারের পরিকল্পনা করছে যুক্তরাজ্য। এরইমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা ঘোষণা করেছে দেশটি। যুক্তরাজ্যে নিজস্ব সম্পদ রয়েছে এমন বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য এ নিয়ম কার্যকর হবে। বুধবার ব্রিটিশ সরকারের এ সংক্রান্ত প্রস্তাবনা উন্মুক্ত করা হয়। এতে বলা হয়, বিশ্বের প্রথম কোনও দেশ হিসেবে ট্রান্সপারেন্ট প্রপার্টি রেজিস্টার বা স্বচ্ছ সম্পদ রেজিস্টারের বিধান করছে যুক্তরাজ্য। এতে বিদেশি কোম্পানির মালিকানাধীন সম্পদের প্রকৃত মালিক সম্পর্কে মানুষ জানতে পারবেন। যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী মার্গট জেমস। তিনি বলেন, আমরা যুক্তরাজ্যের প্রপার্টি মার্কেটের সততা ও খ্যাতি রক্ষা করতে প্রতিশ্রæতিবদ্ধ। এই রেজিস্টার স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে একটি মূল্যবান পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, এই বর্ধিত স্বচ্ছতার ফলে ব্রিটিশ মালিকরা একটা লেভেল প্লেয়িং ফিল্ড পাবেন। এর অর্থ হচ্ছে, আমরা এটা জানবো যে, যুক্তরাজ্যের বিভিন্ন সম্পদের মালিকানা কাদের হাতে এবং কারা এটা নিয়ন্ত্রণ করছেন। তারা যেখানেই থাকুন না কেন! ২০০৪ সাল থেকে যুক্তরাজ্যে ১৮০ মিলিয়ন পাউÐের বেশি দুর্নীতির সন্ধান পেয়েছেন দেশটির তদন্তকারীরা। অনুসন্ধানে দেখা গেছে, এর ৭৫ শতাংশই বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের। এমনকি এসব প্রতিষ্ঠান তাদের মূল মালিককেও সামনে আনতে চায় না। এক্ষেত্রে মানি লন্ডারিং-এর অভিযোগও উঠছে। ব্রিটিশ সরকার বলছে, তারা যুক্তরাজ্যে বৈধ বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায়। তবে একইসঙ্গে অপরাধীদের অর্থ পাচারের বিষয়টিও মাথায় রাখতে হবে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ