Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানি এয়ারলাইন্সের সঙ্গে বোয়িংয়ের চুক্তি

| প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরানের আসমান এয়ারলাইনসের সঙ্গে ৩০০ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে বোয়িং। চুক্তি অনুযায়ী ইরানি আকাশসেবা সংস্থাটির কাছে ৩০টি নতুন উড়োজাহাজ বিক্রি করবে মার্কিন কোম্পানিটি। বোয়িংয়ের পক্ষ থেকে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইরানের সঙ্গে প্রথম কোনো চুক্তির ঘটনা। বোয়িংয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়, ইরান আসমান এয়ারলাইনস ৩০টি ৭৩৭ এমএএক্স উড়োজাহাজ কিনতে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। ন্যূনতম মূল্যের ওপর ভিত্তি করে উড়োজাহাজগুলোর মূল্য নির্ধারিত হয়েছে। সাধারণত বড় কার্যাদেশের ক্ষেত্রে এ ধরনের ছাড় দেয়া হয়। এ চুক্তি অনুযায়ী, আকাশসেবা সংস্থাটির আরো অতিরিক্ত ৩০টি ৭৩৭ এমএএক্স উড়োজাহাজ কেনার সুযোগ রয়েছে। এবিসি নিউজ, বøুমবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ