Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

আল-শাবাব বিরোধী নতুন অভিযানের প্রস্তুতি

সোমালিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

| প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সোমালিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি মোহাম্মদ। একইসঙ্গে তিনি বিদ্যমান সামরিক ও গোয়েন্দা প্রধানকে সরিয়ে নতুন ব্যক্তিদের দায়িত্বে বসিয়েছেন। সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন আল-শাবাব জঙ্গিদের বিরুদ্ধে নতুন অভিযানের জন্য প্রস্তুত হতে। খবরে বলা হয়, নিরাপত্তা বাহিনীর র‌্যাংকে নতুন করে ঢেলে সাজানোর কারণ হলো অবনতিক্রম নিরাপত্তা পরিস্থিতি উন্নতির চেষ্টা। ফেব্রæয়ারি মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ আব্দুল্লাহি মোহাম্মদ। এরপর আল কায়েদা সংশ্লিষ্ট আল শাবাব রাজধানীতে বেশ করেকটি প্রাণঘাতী বোমা হামলা চালিয়েছে। বুধবার মোগাদিসুর একটি রেস্তরাঁয় এক গাড়িবোমা হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়। সামরিক উর্দি পরে নতুন সিদ্ধান্তের ঘোষণা দেন সোমালি প্রেসিডেন্ট মোহাম্মদ। একইসঙ্গে তিনি নতুন তরুণ জঙ্গিদের আত্মসমর্পণের প্রস্তাব দেন। তিনি বলেন, আমরা আল শাবাবের তরুণ ও ব্রেইনওয়াশ হওয়া যোদ্ধাদের অস্ত্র সমর্পণের জন্য ৬০ দিনের সময় দিচ্ছি; যে অস্ত্র ব্যবহার করে তারা আমাদের জনগণকে হত্যা করে। আমরা তাদের উন্মুক্ত বাহুডোরে স্বাগত জানাবো। প্রেসিডেন্ট আরো জানান, প্রথমে রাজধানীর নিরাপত্তায় মনোযোগ দেবে সরকার। এরপর বাকি দেশে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সোমালিয়ায় আল-শাবাবের বিরুদ্ধে লড়াই ব্যাপকতর মার্কিন সামরিক সহায়তার অনুমোদন দেয়ার সপ্তাহখানেক পর প্রেসিডেন্ট মোহাম্মদের কাছ থেকে এমন ঘোষণা এলো। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ