Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইনস্টাইনের চিঠি বিক্রি ৫৪ হাজার ডলারে

| প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জগদ্বিখ্যাত পদার্থবিদ আলবার্ট আইনস্টাইনের একটি চিঠি নিলামে প্রায় ৫৪ হাজার ডলারে বিক্রি হয়েছে। ১৯৫৩ সালে বিজ্ঞানের এক শিক্ষকের কিছু প্রশ্নের জবাব দিয়ে এ চিঠি লিখেছিলেন আইনস্টাইন। যুক্তরাষ্ট্রের আইওয়ার বিজ্ঞানের শিক্ষক আর্থার কনভার্স ইলেক্ট্রস্টাটিক থিওরি ও আপেক্ষিকতা নিয়ে দুই পৃষ্ঠার প্রশ্নপত্র পাঠিয়েছিলেন আইনস্টাইনের কাছে। এর জবাবে এই চিঠি লিখেছিলেন তিনি। ১৫ হাজার ডলার থেকে চিঠির দাম হাঁকানো শুরু হয়। শেষ পর্যন্ত ৫৩ হাজার ৫০৩ ডলারে বিক্রি হয় এটি। নেট ডি স্যান্ডার্স অকশানস নামে নিলামকারী প্রতিষ্ঠান চিঠিটি নিলামে তোলে। নিলাম প্রতিষ্ঠানের মুখপাত্র স্যাম হেলার বলেন, অনেক দিন ধরে কনভার্সের পরিবারের কাছে ছিল ঐতিহাসিক এই
চিঠি। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ