মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : থাইল্যান্ডের রাজপ্রাসাদে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের নতুন সংবিধান সই করেছেন রাজা মাহা ভাজিরালংকর্ণ। এতে করে থাইল্যান্ডে তিন বছরের জান্তা শাসনের পর নির্বাচনের পথ সুগম হল। থাইল্যান্ডে ১৯৩২ সালে নিরঙ্কুশ রাজতন্ত্রের অবসান ঘটার পর এটি দেশটির ২০ তম সংবিধান। সমালোচকরা বলছেন, এ সংবিধানের ফলে থাই রাজনীতিতে আরও বহুবছর জেনারেলদের ক্ষমতার প্রভাব থাকবে। ২০১৪ সালে থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তী সংবিধান ছিল তার স্থলেই নতুন এ সংবিধান সই করলেন রাজা। দেশব্যাপী এক টিভি সম্প্রচারে রাজা মাহা ভাজিরালংকর্ণকে সংবিধানে সই করতে দেখা গেছে। এর মধ্যদিয়ে সংবিধানটি রাজসম্মতি পেল এবং গতি পেল থাইল্যান্ডের পরবর্তী সাধারণ নির্বাচনের প্রক্রিয়া। আগামী বছরই এ নির্বাচন হবে বলে ধারণা করা হচ্ছে। রাজার পক্ষ থেকে এক কর্মকর্তা এখন থাই জনগণকে এক হয়ে নতুন সংবিধান মেনে চলা এবং দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব বজায় রাখতে সংবিধান রক্ষার আহŸান জানিয়েছেন। গত অগাস্টে থাই জনগণ এক গণভোটে নতুন সংবিধানের রূপরেখা অনুমোদন করে। এরপর ভাজিরালংকর্ণ থাইল্যান্ডের রাজা হওয়ার পর জানুয়ারিতে তিনি এ সংবিধানের কিছু সংশোধনীর প্রস্তাব দেন। থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা বলেছেন, এ সংশোধনীগুলো কেবল রাজার ক্ষেত্রেই প্রযোজ্য। মানুষের অধিকারের ওপর এর কোনও প্রভাব পড়বে না। নতুন সংবিধানটি এখন রাজকীয় গেজেটে প্রকাশ পাওয়ার অপেক্ষায় আছে। গেজেটে প্রকাশ পাওয়ার পরই এটি জনগণকে দেখানো হবে এবং তখনই এটি আইনে পরিণত হবে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।