Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আতিয়া মহল থেকে ৯ বিস্ফোরক উদ্ধার

| প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেটের দক্ষিণ সুরমার আতিয়া মহলের জঙ্গি আস্তানা থেকে চারদিনে ৯টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তা নিস্ক্রিয়ও করা হয়েছে। তবে এ বিস্ফোরকগুলো খুবই ভয়নাক বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ।
গতকাল (বৃহস্পতিবার) রাতে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, আতিয়া মহলের নিচতলায় জঙ্গিরা যে ফ্ল্যাটে থাকত, সে ফ্ল্যাটে বুধবার বিস্ফোরক তৈরীর সরঞ্জাম পাওয়া গেছে। দুইটি অবিস্ফোরিত বিস্ফোরকও পাওয়া যায়। বৃহস্পতিবার ভবন থেকে আরো তিনটি অবিস্ফোরিত বিস্ফোরক উদ্ধার করা হয়। সবগুলো বিস্ফোরক পরে নিষ্ক্রিয় করা হয়। লে. কর্নেল আলী হায়দার বলেন, গত চার দিনে আতিয়া মহল থেকে নয়টি বিস্ফোরক উদ্ধার করা হয়। এগুলো ভয়ানক বিস্ফোরক। ধ্বংসস্তুপের নিচ থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ