রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষার কেন্দ্র থেকে অভিজিৎ ঢালী (৩০) নামে এক ভুয়া সাংবাদিককে আটক করে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুব জামিল ও মোঃ সাখাওয়াৎ হোসেন এ সাজা প্রদান করেন। অভিজিতের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাটের দিয়াপাড়া গ্রামে। গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার সরকার জানান, অভিজিৎ নিজেকে বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া এসোসিয়েশনের গোপালগঞ্জ জেলার দায়িত্বরত সিইও হিসেবে পরিচয় দিয়ে শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ কেন্দ্র প্রবেশ করেন। তিনি কেন্দ্রের বিভিন্ন রুমে ঢুকে শিক্ষকদের সাথে অসদাচরণ করেন। এ ছাড়া শিক্ষার্থীদের খাতা টানাটানি করে। এতে শিক্ষার্থীদের পরীক্ষায় ব্যাঘাত ঘটছিলো। বিষয়টি সন্দেহ হলে তাকে আটক করা হয়। তিনি আরো জানান, পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুব জামিল ও মোঃ সাখাওয়াৎ হোসেন ওই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন। অভিজিৎ ঢালী নামে কোন সাংবাদিক নেই বলে ওই প্রতিষ্ঠান নিশ্চিত করে। পরে দুই নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিজিৎ ঢালীকে ১ বছরের সাজা প্রদান করে। পুলিশ তাকে জেলা কারাগারে পাঠায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।