Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাল্যবিয়ে না পড়ানোর শপথ পড়ালেন ইউএনও

| প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : মির্জাপুরে মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) ও হিন্দু বিবাহ রেজিস্ট্রার পুরোহিতদের বাল্যবিয়ে না পড়ানো শপথ পাঠ করিয়েছেন ইউএনও ইসরাত সাদমিন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাল্যবিয়ে মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ইউএনওর নেয়া নানা পদক্ষেপের অংশ হিসেবে উপজেলার সকল কাজীদের এ শপথ পাঠ করান তিনি। বাল্যবিয়ে সুন্দর দেশ ও সুস্থ জাতির গঠনের অন্তরায় এ বিষয়ে বিস্তারিত উপমা তুলে ধরে আলোচনা করেন ইউএনও। সভায় কাজীদের পক্ষ থেকে বাল্যবিয়ে না পড়ানো জন্য নির্বাহী কর্মকর্তাকে আশ্বস্ত করা হয়। সচেতনতামূলক আলোচনা শেষে ইউএনও ইসরাত সাদমিন কাজীদের বাল্যবিয়ে না করানোর জন্য শপথ বাক্য পাঠ করান। এ সময় উপজেলা কাজী সমিতি সভাপতি কাজী শফিকুল ইসলাম ও সম্পাদক হাফেজ মাওলানা ফরিদ হোসাইনসহ উপজেলার ১৭ জন কাজী ও একজন পুরোহিত উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাল্যবিয়ে

২৬ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ