বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা জেলা সংবাদদাতা : পাবনায় হোটেলের কক্ষে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। জেলার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন কাশিনাথপুরে শান্ত আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ তাজুল হুদাকে মোবাইল করলে তিনি জানান, মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের শিয়াকোল এলাকার রিপন ও রবিন নাম পরিচয় দিয়ে দুই বন্ধু কাশিনাথপুরের শান্ত আবাসিক হোটেলে উঠেন।
বুধবার দুপুর পর্যন্ত ওই কক্ষ থেকে তারা বের না হওয়ায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। হোটেল কর্তৃপক্ষ আমিনপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে। ওসি আরো জানান, নিহত যুবক রিপন নাকি রবিন সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিচয় সনাক্ত করণের চেষ্টা চলছে। উদ্ধারকৃত যুবকের লাশের গলায় সামান্য ফাঁসের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হতে পারে। হোটেলর বর্ডার এন্ট্রি খাতায় একই লাইনে একজনের পিতার নাম রশিদ এবং অন্যজনের পিতার নাম হাফিজ লেখা হয়েছে। সনাক্ত না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না রিপন নাকি রবিনের মৃত্যু হয়েছে। ময়না তদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। সিরাজগজ্ঞ থানা পুলিশকে মেসেজ দেওয়া হয়েছে। লাশ ময়না তদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।