Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের আলোচনায় হকি

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : গেল প্রায় চার বছর ধরেই দেশের হকিতে জট লেগে আছে। কিছুতেই যেন কিছু হচ্ছে না। কাটছে না হকির সংকট। বেশ কিছুদিন ঝামেলা মুক্ত থাকার পর ফের আলোচনায় এসেছে হকি। শিরোনাম হয়েছেন জাতীয় দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। আর বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দু’ধাপ অবনমন ঘটেছে বাংলাদেশের। হকি ফেডারেশন সূত্র জানায়, শৃঙ্খলা ভঙ্গের কারণে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়েছে জিমিকে। আগামী শনিবার স্বশরীরে ফেডারেশনে এসে এই নোটিশের জবাব দিতে হবে তাকে। অন্যদিকে ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক জানান, ঢাকায় সমাপ্ত ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডে বাজে ফলাফল করায় র‌্যাঙ্কিংয়ে দু’ধাপ নিচে নেমে বর্তমানে বাংলাদেশের অবস্থান হয়েছে ৩৪তম স্থানে। সম্প্রতি আন্তর্জাতিক হকি ফেডারেশন এই নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করে।
তিন’বছর আগে ফেডারেশনের তৎকালীন সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যাওয়া চার বিদ্রোহী ক্লাবের সঙ্গে হাত মিলিয়ে আলোচনায় এসেছিলেন বর্তমান জাতীয় দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। তখন তিনি হকি মাঠেই ফেডারেশন কর্মকর্তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে শৃঙ্খলা ভঙ্গ করেছিলেন। যার শাস্তি স্বরূপ ২০১৪ সালে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন জিমি। তবে পরের বছরের মার্চে ফেডারেশনকে স্ট্যাম্প পেপারে লিখিত মুচলেকা দেয়ায় তার নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। ওই সময় তিনি লিখিত দিয়েছিলেন এই বলে যে ‘ভবিষ্যতে অশোভন আচরণ থেকে বিরত থাকবেন’। কিন্তু না, নিজের কথা রাখতে পারলেন না দেশসেরা এই ফরোয়ার্ড। আবারো ঘটালেন একই কান্ড। জিমির বিরুদ্ধে অভিযোগে জানা যায়, সম্প্রতি দেশের একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অযাচিত বক্তব্য দিয়েছেন তিনি। এছাড়া সেনাবাহিনীর একজন খেলোয়াড়ের সঙ্গে দুর্ব্যবহারও করেছেন। যে কারণে সেনাবাহিনী কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ফেডারেশনে। শুধু তাই নয়, মাঠে খেলাচলাকালীনও নাকি জিমি সতীর্থদের সঙ্গে অশোভন আচরণ করেন। খেলা সময় তার কথা মতো পাস না দিলে তরুণ খেলোয়াড়দের গালিগালাজও নাকি করেন এই ফরোয়ার্ড। এমন কিছু অভিযোগের প্রেক্ষিতে গত রোববার জিমিকে কারণ দর্শানো নোটিশ জারি করে ফেডারেশন। যার জবাবে স্বশরীরে ফেডারেশন অফিসে এসে তাকে ক্ষমা চেয়ে আপীল করতে বলা হয়েছে। বিশ্বস্ত সূত্র জানায়, ক্ষমা না চাইলে এবার বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন জাতীয় দলের এই অধিনায়ক। এমনও হতে পারে, তাকে বাইরে রেখেই আসন্ন এশিয়া কাপের দল গঠন করবে ফেডারেশন। জিমি প্রসঙ্গে সাধারণ সম্পাদক আবদুস সাদেক বলেন, ‘তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। টেলিভিশনে অযাচিত কথা বলেছে সে। সেনাবাহিনীর খেলোয়াড়ের সঙ্গে দুর্ব্যবহার করেছে। তারা লিখিত অভিযোগও করেছে ফেডারেশনে। তাই তাকে শোকজ করা হয়েছে। শনিবার স্বশরীরে এসে আপীল করতে বলা হয়েছে। অন্যথায় বড় ধরনের শাস্তি অপেক্ষা করছে তার জন্য।’
অন্যদিকে আগে ৩২তম স্থানে থাকলেও নতুন র‌্যাঙ্কিংয়ে দু’ধাপ নেমে এখন ৩৪তম স্থানে জায়গা হয়েছে বাংলাদেশ হকি দলের। ফেডারেশন সাধারণ সম্পাদকের মতে, মূলত গেল মার্চে ঢাকায় অনুষ্ঠিত বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে ওমানের কাছে হারেই র‌্যাঙ্কিংয়ে অবনমন ঘটেছে বাংলাদেশের। আর ঢাকায় ভালো ফল করায় ৩১ থেকে এক ধাপ উপরে উঠে র‌্যাঙ্কিংয়ে ওমানের অবস্থান দাঁড়িয়েছে ৩০তম স্থানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ