Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবরোধের প্রশ্নে পাল্টা হুমকি উত্তর কোরিয়ার

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়া হুঁশিয়ার করে বলেছে, পিয়ংইয়ংয়ের সর্বশেষ দফার অস্ত্র পরীক্ষা প্রশ্নে তাদের বিরুদ্ধে জাতিসংঘ অবরোধ জোরদার করলে তারাও পাল্টা জবাব দেবে। উত্তর কোরিয়ার উস্কানিমূলক কর্মকাÐ বন্ধে চীন কোন পদক্ষেপ না নিলে পিয়ংইয়ংকে এককভাবে শায়েস্তা করতে যুক্তরাষ্ট্র প্রস্তত রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন হুমকি দেয়ার পর তারা এ হুঁশিয়ারি দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া দেশ উত্তর কোরিয়া সাম্প্রতিক মাসগুলোতে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করেছে। একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে তারা বলছে, যুক্তরাষ্ট্রের মূল ভ‚খÐে পারমানবিক অস্ত্র দিয়ে হামলা চালানোর সক্ষমতা অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্লেষকরা জানান, উত্তর কোরিয়া নতুন করে আরেকটি পারমানবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। গত দু’বছরে তারা পাঁচটি পারমানবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। উল্লেখ্য, উত্তর কোরিয়ার অর্থনীতি আরো দুর্বল করে ফেলার চেষ্টায় মার্কিন অর্থ বিভাগ গত সপ্তাহে উত্তর কোরিয়ার ১১ জন ব্যবসায়ী প্রতিনিধি এবং একটি শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ