Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদি নারীদের অভিনব প্রতিবাদ

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রতিবাদ কর্মসূচি নিষিদ্ধ, তাই প্রতিবাদস্বরূপ নীরবে হেঁটে কিংবা সাইকেল চালিয়ে প্রতিবাদ করলেন একদল সউদি নারী। অনলাইন ক্যাম্পেইনের অংশ হিসেবে নিজেরাই সেগুলোর ভিডিও করে বা ছবি তুলে ইন্টারনেটে দিয়েছেন কিংবা টুইট করেছেন। আর এটি তারা করেছেন গাড়ি চালনার অধিকার পাওার জন্য, কারণ সউদি আরব একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ি চালানোর অধিকার নেই। আর অভিনব এ কর্মসূচি আলোচনার জন্ম দিয়েছে নারী-পুরুষ উভয়ের মধ্যেই। কেউ কেউ আবার ব্যঙ্গাত্মক সমালোচনাও করেছেন এ ধরনের প্রতিবাদের। বিশেষ করে পুরুষরা, প্রতিবাদকারীদের ব্যক্তিগত সমালোচনা করেছেন। আবার অনেক পুরুষ নারীদের গাড়ি চালনার অধিকার দেয়ার পক্ষেও মত প্রকাশ করেছেন। এক ভিডিওতে দেখা যায় নীরবে সড়কে হাঁটছেন আর নিজেদের ছবি তুলছেন বা ভিডিও করছেন। মিস সাফা নামে এক নারী টুইট করেছেন, প্রতিদিনের প্রতিবাদ। সউদি নারীরা হাঁটছেন সর্বত্র কারণ গাড়ি চালানো কিংবা শান্তিপূর্ণ প্রতিবাদ নিষিদ্ধ।
আরেকজন লিখেছেন, আমি খালি পায়ে রাস্তা পার হলে তাদের কোন সমস্যা হয় না। তাদের চিন্তার বিষয় হলো আমি যেন গাড়ি না চালাই এবং নিজে যেন নিজের অভিভাবক না হই। আর একজন বিশ্ববিদ্যালয় ছাত্রী তার পুরুষ চালকের জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছেন সেটি তুলে ধরেছেন। ভিডিওতে দেখা যায় আরেক নীরবে সাইকেল চালাচ্ছেন এই অনলাইন প্রতিবাদের অংশ হিসেবে। এর সমালোচনাও করছেন অনেকে অনলাইনেই। বাসায়র নামে একজন লিখেছেন, কতটা হাস্যকর। তিনি রাস্তায় কারণ তিনি গাড়ি চালাতে পারছেন না। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ