Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

‘আত্মপরিচয় চর্চার অধিকার আছে স্কটিশদের’

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : স্বাধীন হতে নতুন গণভোটের জন্য আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র কাছে লিখিত আবেদন করেছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন। ওই চিঠিতে তিনি পরিষ্কার করে বলেছেন, নিজেদের আত্মপরিচয় চর্চার অধিকার আছে স্কটিশদের। এতে স্কটল্যান্ডের পার্লামেন্টে স্বাধীনতার প্রশ্নে গণভোটের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। তাই দ্বিতীয় একটি গণভোট অনুষ্ঠানে ক্ষমতা তাকে দেয়ার জন্য থেরেসা মে-র কাছে ওই চিঠি লিখেছেন নিকোলা। এতে তিনি যুক্তি তুলে ধরে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের একক বাজার থেকে ব্রিটেন বেরিয়ে যাওয়ার যে পরিকল্পনা নিয়েছে তার একটি বড় প্রভাব পড়েছে স্কটল্যান্ডে। এ দেশটি গত জুনে ব্রেক্সিট গণভোটে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকার পক্ষেই রায় দিয়েছিল। তাই নিকোলা স্টার্জেন লিখেছেন, পরিবর্তিত এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্কটল্যান্ডের জনগণের তাদের নিজেদের ভবিষ্যৎ বেছে নেয়ার অধিকার আছে। সংক্ষেপে বলা যায়, তাদের আত্মপরিচয় চর্চার অধিকার আছে। গত ২৮ মার্চ স্কটল্যান্ডের পার্লামেন্ট স্বাধীনতার প্রশ্নে গণভোট দেয়ার জন্য প্রস্তাব ভোটে দেয়। সেই প্রস্তাব ৬৯-৫৯ ভোটের ব্যবধানে পাস হয়। তাই ২০১৮ সালের শরত থেকে ২০১৯ সালের বসন্তের মধ্যে ওই গণভোট করতে চায় স্কটল্যান্ড। তবে ব্রিটিশ সরকার বলেছে, তারা এ অনুরোধ প্রত্যাখ্যান করবে। প্রধানমন্ত্রী থেরেসা মে পরিষ্কার করে বলেছেন, আরেকটি ভোট হওয়ার সময় এখন নয়। উল্লেখ্য, ২০১৪ সালেও একই দাবিতে স্কটল্যান্ডে ভোট হয়েছিল। কিন্তু তাতে ভোটাররা এর বিপক্ষে ভোট দিয়েছিল। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ