Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটেন-স্পেন উত্তেজনা বাড়ছে

জিব্রালটারের সার্বভৌমত্ব নিয়ে বিরোধ। সমুদ্রসীমায় রণতরীর অনুপ্রবেশ

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জিব্রালটার নিয়ে ব্রিটেন ও স্পেনের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে ব্রিটেনের সমুদ্রসীমায় অনুপ্রবেশ করেছে স্পেনের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ এনফ্যান্টা ক্রিস্টিনা। এ নিয়ে সেই উত্তেজনা আরেক দফা বৃদ্ধি পেয়েছে। এ ঘটনায় স্পেনের কাছে প্রতিবাদ পাঠাবে ব্রিটেন। ব্রিটিশ ওভারসিজ টেরিটোরি বা দেশের বাইরে তাদের কলোনি হিসেবে জিব্রালটারের সার্বভৌমত্ব নিয়ে দেশ দুটোর মধ্যে এ বিরোধ।
গত সপ্তাহে সেই উত্তেজনা বৃদ্ধি পায় সাবেক মন্ত্রী মাইকেল হাওয়ার্ডের একটি বক্তব্যে। তিনি মন্তব্য করেছিলেন কৌশলগত ওই ভ‚খÐ (এনক্লেভ) রক্ষা করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে যুদ্ধ শুরু করতে পারেন। তার এ বক্তব্য প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেননি। তারপর থেকে এ নিয়ে তার মুখপাত্র কোনো মন্তব্য করছেন না। এমন পরিস্থিতির মধ্যে জিব্রালটারে ব্রিটেন দাবি করছে, তাদের সমুদ্রসীমায় অনুপ্রবেশ করেছে স্পেনের যুদ্ধজাহাজ। স্পেন সরকারও বিষয়টি স্বীকার করেছে। ফলে নতুন করে সম্পর্কের ওপর এর প্রভাব পড়েছে। এতে বলা হয়, জিব্রালটার সরকারের এক মুখপাত্র বার্তা সংস্থা এপিকে বলেছেন, ওই যুদ্ধজাহাজটি ব্রিটিশ/জিব্রালটার সমুদ্রসীমায় প্রবেশ করেছিল। এতে বাধা দেয় জিব্রালটার স্কোয়াড্রন এবং তাদেরকে ফিরে যেতে বলা হয়। তবে এ ঘটনায় জিব্রালটার কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ পাঠাবে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওই মুখপাত্র।
ওদিকে ব্রিটেন ঠিকই এর প্রতিবাদ পাঠাবে। ব্রিটিশ সরকারের মুখপাত্র বলেছেন, ব্রিটিশ জিব্রালটার টেরিটোরিয়াল সমুদ্রসীমায় অবৈধ সব রকম অনুপ্রবেশকে চ্যালেঞ্জ জানাবে রয়েল নেভি। এ বিষয়ে আমরা ক‚টনৈতিক প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে স্পেন সরকারের কাছে প্রতিবাদ জানাবো। ব্রিটিশ জিব্রালটার সমুদ্রসীমায় আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য কার্যকর এ পদক্ষেপ নেয়া হবে। ওদিকে জিব্রালটারের চারপাশে যে নৌসীমা রয়েছে তা নিয়ে দীর্ঘদিন বিতর্ক চলছে। আগেও স্পেন ঘোষণা দিয়েছে যে, জিব্রালটারের শুধু পাথরগুলো (রক) দাবি করতে পারে ব্রিটেন। কিন্তু চারপাশে যে পানি জিব্রালটারকে বেষ্টন করে আছে তা তারা দাবি করতে পারে না। অন্যদিকে জিব্রালটার নিজে বিশ্বাস করে তার চারপাশে যে জলসীমা আছে তার মালিক তারা। এই জিব্রালটারের ভবিষ্যৎ কি হবে সেটাই এখন ব্রেক্সিট প্রক্রিয়ায় সমঝোতায় বড় বিতর্কিত বিষয় হয়ে উঠবে। দ্য ইন্ডিপেন্ডেন্ট, জিব্রালটার ক্রনিকলস, এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ