Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড্রোন থেকে বিষাক্ত ওষুধ ছিটিয়ে ফিলিস্তিনি শস্য ধ্বংস করছে ইসরাইল

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসরাইলের ড্রোন থেকে আগাছা এবং কীটনাশক বিষাক্ত ওষুধ ছিটিয়ে ফিলিস্তিনি শস্যের ক্ষতি ও ধ্বংস করছে। গাজা উপত্যকার পূর্বাঞ্চলীয় অঞ্চলে এসব তৎপরতা চালাচ্ছে ইসরাইল। ফিলিস্তিনি কৃষকরা বলছেন, ইসরাইলের নিরাপত্তা চৌকিগুলোর আশপাশে তরমুজ, গমসহ শস্যখেতের ওপর এ সব ওষুধ নির্বিচারে ছিটিয়ে দেয়া হচ্ছে। নিরাপত্তা চৌকিগুলোর আশপাশে গাছগাছড়া মেরে ফেলে চারপাশে পরিষ্কারভাবে দেখার অজুহাতে এ ব্যবস্থা নিয়েছে ইসরাইল কিন্তু নিরাপত্তা চৌকি থেকে বহুদূরের শস্যখেত বা গাছগাছড়ার ওপর এসব ওষুধ ছিটানো হচ্ছে। এতে ফিলিস্তিনি নিরীহ কৃষকদের ফসলের মারাত্মক ক্ষতি হচ্ছে। গত জানুয়ারি মাসে খান ইউনুসে এ ধরনের ঘটনা ঘটেছে। শস্যখেতের ওপর রাসায়নিক ওষুধ ছিটানো ছাড়াও তা জ্বালিয়ে দিয়েছিল ইসরাইল। গাজার কৃষি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এসব তৎপরতা বন্ধে তারা বহুবার মানবাধিকার গোষ্ঠীগুলোর স্মরণাপন্ন হয়েছেন এবং ইসরাইলের এসব তৎপরতা বন্ধের আহŸান জানিয়েছেন। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ