Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-সিলেট রেল লাইনে ৫ দিন পর ট্রেন চলাচল শুরু

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা :সিলেট ঢাকা রেলে লাইনে ৫ দিন পর ট্রেন চলাচল শুরু হয়েছে। গত সোমবার বিকেল থেকে ট্রেন চলাচল শুরু হয়। বৃহস্পতিবার ভোর থেকে ঢাকা সিলেট রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। সোমবার বিকেলে থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বিকেলে ৫টায় চট্রগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা ট্রেন যাত্রা শুরু করল। শায়েস্তাগঞ্জ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী রেনু মিয়া সত্যতা নিশ্চিত করে বলেন ৭১৯ নং পাহাড়িকা ট্রেনটি ৫ টার দিকে ব্রিজটি ক্রস করে সিলেটের উদ্দেশ্য যাত্রা করেছে। মনতলা রেলওয়ে স্টেশনমাস্টার খাইরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ৭১৭ নং জয়ন্তিকা ট্রেন টি ৫ টার ১৫ মিনিটের দিকে সিলেটের দিকে যাত্রা করেছে। শনিবার রাতে সিলেট থেকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া স্টেশন পর্যন্ত এবং একই উপজেলার মনতলা থেকে ঢাকা-চট্রগ্রাম পর্যন্ত পৃথক ট্রেন চলাচল করছিল। কিন্তু এতে ভোগান্তি থাকায় ট্রেনে যাত্রী ছিল অপেক্ষাকৃত কম ছিল। বুধবার রাতে ভারি বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে পাহাড়ি ঢলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলার অদুরে তেলানিয়া ছড়া (খাল) ওপর রেল ব্রিজ ধসে যায়। এতে করে বৃহস্পতিবার ভোর থেকে সিলেট ঢাকা রেল লাইনে সরাসরি ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। খবর পেয়ে বৃহস্পতিবার সকালেই রেলের মহাপরিচালক আমজাদ হোসেন সহ প্রকৌলীরা ঘটনাস্থলে এসে ব্রিজটি নির্মাণ করার উদ্যোগ নেয়। টানা ৫ দিন রাত দিন কাজ করে সোমবার দুপুরে ব্রিজের কাজ শেষ করে। পরে পরীক্ষামূলকভাবে ট্রেন চালু করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ