মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে ফোন করেছেন। ওই ফোনালাপে তিনি জানান, ওয়াশিংটন মস্কোকে পুরোপুরি সমর্থন দেবে। সেন্ট পিটার্সবার্গে পাতালরেলে হামলার ঘটনায় হতাহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানান ট্রাম্প। একই সঙ্গে হামলার নিন্দাও জানান। ট্রাম্প বলেন, তিনি পুতিনের পাশে আছেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে ট্রাম্পের ফোনালাপ সম্পর্কে বলে, প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন সরকারের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি হামলায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে পুতিনকে সহযোগিতা করবেন। রাশিয়ার ওই হামলায় ১১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। রাশিয়ার সরকার এটিকে সন্ত্রাসী আচরণ হিসেবে বিবেচনা করছে। সন্ত্রাস দমনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে একমত হয়েছেন দুই দেশের প্রেসিডেন্ট। পিটার্সবার্গের ওই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। গত সোমবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প এই হামলাকে ভয়ংকর বলে অভিহিত করেন। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের হস্তক্ষেপ নিয়ে মার্কিন কংগ্রেসে তদন্ত চলছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো অভিযোগ করেছে, ট্রাম্পকে জেতাতে পুতিন নির্বাচনে সহায়তা করেছেন। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মেট্রো স্টেশনে বিস্ফোরণকে ভয়ঙ্কর ঘটনা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্ফোরণের খবর পেয়ে হোয়াইট হাউসে এক অনুষ্ঠান চলাকালে তিনি এমন মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। এদিকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিক্কি হ্যালে বলেছেন, উগ্রপন্থীদের বিরুদ্ধে লড়াইয়ে তার দেশ রাশিয়ার পাশে রয়েছে। হামলার কারণ অবশ্য এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এরইমধ্যে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের কথা জানানো হলো। ক্রেমলিনের এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এক বিবৃতিতে তিনি বলেছেন, তদন্তই সব বলবে। সম্ভাব্য সব দিক মাথায় রেখে তদন্ত চালাবো আমরা। তবে শুরুতেই আমরা দেখতে চাইব, হামলাটি সন্ত্রাসবাদী ধাঁচের কিনা। রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ-এর কাছে পাঠানো এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়েলদ্রিম। এ সময় তিনি আহতদের দ্রæত সুস্থতা কামনা করেন। এ বিস্ফোরণের ঘটনায় টুইটারে দেয়া এক পোস্টে নিহতদের প্রিয়জন এবং রাশিয়ার জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ন্যাটো মহাসচিব জিন্স স্টোলটেনবার্গ। ৩ এপ্রিল ২০১৭ সোমবারের ওই হামলার ঘটনায় নিহত হয়েছেন ১১ জন। আহত হয়েছেন ৪৫ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, বিস্ফোরণের কারণ খুঁজছে রাশিয়া। প্রাথমিকভাবে একে জঙ্গি হামলা বলে সন্দেহ করা হচ্ছে। ফেসবুকে দেয়া এক পোস্টে এ বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। এএফপি,বিবিসি, ইন্ডিপেনডেন্ট, স্পুটনিক নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।