Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধসের পর দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস সেখানে আর্থিক-সামাজিক-পরিবেশগত জরুরি অবস্থা জারি করেছেন। তিনি জানিয়েছেন, তার সরকার মানবিক সাহায্যের জন্য প্রায় এক কোটি ৪০ লাখ ডলার বরাদ্দ করেছে। রাতভর ভারি বৃষ্টিপাতের পর শনিবার ভোরে বন্যা ও ভূমিধসে বহু ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। পুতুমায়ো প্রদেশের মোকোয়া শহরটি পরিণত হয় ধ্বংসস্তূপে ভূমিধসে অন্তত ২৬২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে চার শতাধিক। রেড ক্রস জানিয়েছে, এখনো নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। দেশটির প্রেসিডেন্ট সান্তোস জানিয়েছেন, ওই ভূমিধসের পর পুরো শহরটি নতুন করে গড়ে তোলার জন্য তিনি সেখানে আর্থিক-সামাজিক-পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এজন্য প্রায় এক কোটি ৪০ লাখ ডলার বরাদ্দ দেয়া হয়েছে। গত রোববার মোকোয়ার ভূমিধসে নিহতদের মধ্যে প্রথম একজনকে সমাহিত করা হয়। এ সময় সান্তোস ওই জরুরি অবস্থার ঘোষণা দেন। স্প্যানিশ ভাষার সংবাদপত্র এক এসপেকটাডর জানিয়েছে, মোকোয়ায় প্রায় ৪০ টন মানবিক সাহায্য পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে দুই হাজার খাবারের বাক্স এবং এক হাজার তাঁবু। স্প্যানিশ ভাষার আরেকটি সংবাদপত্র এল পাইস প্রেসিডেন্ট সান্তোসের বরাত দিয়ে জানিয়েছে, সাত হাজার কম্বল এবং ছয় হাজার মাদুর শহরে পৌঁছেছে। বিবিসি, রয়টার্স।
জার্মানিতে তুরস্কের ২৬২ কর্মকর্তার রাজনৈতিক আশ্রয় প্রার্থনা
ইনকিলাব ডেস্ক : তুরস্কের ২৬২ জন কর্মকর্তা জার্মানির কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। বার্লিন সোমবার জানায়, আড়াইশো’রও বেশি তুর্কি ক‚টনীতিক, সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য জার্মানিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছে। জর্মানির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তুরস্ক থেকে আসা ১৫১ জন ক‚টনৈতিক পাসপোর্টধারী বাকি ১১১ জনের সরকারি কর্মচারীর পাসপোর্ট আছে। তবে, মন্ত্রণালয় থেকে এটা নির্দিষ্ট করে জানানো হয়নি, কতজন তুর্কি সামরিক ব্যক্তিত্ব এ ধরনের আবেদন জানিয়েছেন। মন্ত্রণালয়ের মুখপাত্র এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের বিষয়টি আইন অনুযায়ী বিবেচনা করা হচ্ছে। গত বছরের জুলাই মাসে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের পর ব্যাপকভাবে গ্রেফতার অভিযানের জের ধরে এসব রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানানো হচ্ছে। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ