মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পাঁচ বছরেরও অধিক সময় কারাগারে থাকার পর লিবিয়ার দীর্ঘ সময়ের প্রেসিডেন্ট মোয়াম্মার গাদ্দাফির পুত্র ও রাজনৈতিক ব্যক্তিত্ব সাইফ আল ইসলাম গাদ্দাফি অবশেষে মুক্তি পেলেন। মুক্তির পর আবারো তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। সাইফের পিতা গাদ্দাফি লিবায়ার রাজনীতিতে যে সংহতি তৈরি করতে পেরেছিলেন বাবার সেই পথ অনুসরণ করে সাইফও একইভাবে রাজনীতিতে তার প্রভাব ফেলতে পারবেন কি না? তার বাবার অনুসারীরা এখন এমনটাই ভাবছেন। সাইফ কি ভাবছেন সেটাও বিবেচ্য বিষয়, কেন না কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি রাজনৈতিক মাঠে অবতীর্ণ হবেন কি না। নাকি তিনি রাজনীতির বাইরেই থাকবেন। এ বিষয়ে তার কি পরিকল্পনা সেটা তার উপরই নির্ভর করছে। তবে সাইফের অনুসারীরা তার মুখ চেয়ে আছেন। কি হতে পারে সাইফের সিদ্ধান্ত। যদি গভীরভাবে লিবিয়ার রাজনীতির ধরণ ও রীতি অনুসরণ করি তাহলে একটি বিষয় স্পষ্ট যে গাদ্দাফির মৃত্যুর পরেও লিবিয়ার রাজনীতিতে তার প্রভাব এতুটুকু ¤øান হয়নি। মৃত্যুর পরও লিবিয়ায় গাদ্দাফির অনুসারীদের সংখ্যা কমেনি। বরং সাইফকে দলের নেতৃত্বে বসিয়ে গাদ্দাফির আদর্শকে প্রতিষ্ঠা করতে চান তার অনুসারীরা। এছাড়া সাইফ এতো বছর কারাগারে থাকার পরও তার অনুপস্থিতি লিবিয়ার রাজনীতিতে লক্ষ্য করা যায়নি। আল আরাবিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।