বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : চলতি অর্থ-বছরে উপজেলার ৬টি ইউনিয়নে অতিদরিদ্রদের ৪০ দিনের কর্মসূচির কাজ শেষ না হতে মেয়াদ শেষ হয়ে গেছে। এতে করে উপকার ভোগীরা পড়েছে চরম বিপাকে। উপকার ভোগীরা অভিযোগ করে বলছেন মাত্র কয়েকদিন কাজ করে কেন প্রকল্পের মেয়াদ শেষ হলো এর জন্য দায়ি কারা, চেয়ারম্যন না প্রকল্প বাস্তবায়ন অফিস। তবে লেবারদের দাবি সরকারের কাছে কাজের মেয়াদ যেন বাড়িয়ে দেয়া হয়।
প্রকল্প বাস্তবায় অফিস সূত্রে জানা গেছে, ২০১৬-২০১৭অর্থ বছরে উপজেলার ৭টি ইউনিয়নে ১হাজার ৪৮জন লেবারের জন্য বরাদ্ধ দেয়া হয় ৮৩ লাখ ৮৪ হাজার টাকা। এর মধ্যে মাত্র চান্দুড়িয়া ইউনিয়নে কাজ সম্পর্ণ হলেও বাকি ৬টি ইউনিয়নে কাজ সর্ম্পণ না হতে প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে।
বিষয়টি নিয়ে বাঁধাইড় ইউপির চেয়ারম্যান আতাউর রহমান বলেন, আমার ইউনিয়নে কর্মসূচির কাজ ৩০ দিন করা হয়েছে। বাকি ১০ দিনের কাজ সময় বাড়লে করা হবে।
এনিয়ে কর্মসূচির দায়িত্বে থাকা তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী এনামুল হক বলেন, সময় মত চেয়ারম্যানরা এম আই এস তৈরি করতে না পারায় কাজ শুরু কততে দেরি হয়েছিল ফলে ৪০দিনের কর্মসূচি কাজের মেয়াদ শেষ হয়েছে। তবে মেয়াদ বাড়ানোর জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। মেয়াদ বাড়লে বাকি কাজ করানো হবে।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার শওকাত আলী জানান, কাজের মেয়াদ বাড়ানোর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। সময় বাড়লে বাকি কাজ সর্ম্পণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।