Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৪৬ হাজার কোটি টাকা

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক ঃ ফেব্রুয়ারি শেষে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৯৬ কোম্পানির বাজার মূলধন ৩ লাখ ৭ হাজার ২৭৬ কোটি টাকা। এর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশ ৪৬ হাজার ১৬৮ কোটি টাকা। অন্যদিকে এসব কোম্পানির মোট পরিশোধিত মূলধন ছিল ৫৪ হাজার ২৭১ কোটি টাকা। এর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশ ১০ হাজার ২৭৭ কোটি টাকা।
ফেব্রুয়ারিতে শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সামান্য বেড়েছে। পরিশোধিত মূলধনের হিসাবে গত ফেব্রুয়ারি শেষে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল মোট ১৮ দশমিক ৮৪ শতাংশ। জানুয়ারি মাসের তুলনায় বেড়েছে শূন্য দশমিক ২৭ শতাংশ। এ ছাড়া বাজার মূলধনের হিসাবে শূন্য দশমিক ৯ শতাংশ বিনিয়োগ বেড়ে ১৫ দশমিক ৩ শতাংশে উন্নীত হয়েছে। প্রধান শেয়ারবাজার ডিএসইর তালিকাভুক্ত ২৯৬ কোম্পানিতে শেয়ার ধারণের হিসাব পর্যালোচনায় এ তথ্য মিলেছে।
গত ফেব্রæয়ারি শেষে মোট ২৮৮ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল। ৫ শতাংশের কম প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৭ কোম্পানিতে। মাত্র আটটিতে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগ নেই। এগুলো হলো: নর্দার্ন জুট, বিডি সার্ভিসেস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট, মেঘনা কনডেন্সড মিল্ক, ফ্যামিলিটেক্স, মেঘনা সিমেন্ট ও মিরাকল ইন্ডাস্ট্রিজ।
গত জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে এসে ন্্ূযনতম ১ শতাংশ প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণ বেড়েছে ৬৬ কোম্পানিতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে, তবে তা ১ শতাংশের কম এমন কোম্পানির সংখ্যা ৬৯টি। বিপরীতে ৯৯ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে। এর মধ্যে ১ শতাংশের ওপর শেয়ার ধারণ কমেছে ৪২টিতে। প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এক মাসের ব্যবধানে প্রায় ৩৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে। বীমা কোম্পানিটিতে ফেব্রæয়ারি শেষে প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণ বেড়ে দাঁড়িয়েছে ৪৭ শতাংশ।
এ ছাড়া বিআইএফসিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সাড়ে ২১ শতাংশ বেড়ে ৪২ দশমিক ৩০ শতাংশে, সালভো কেমিক্যালে প্রায় ১৬ শতাংশ বেড়ে সাড়ে ২৬ শতাংশে, ইউনাইটেড এয়ারওয়েজে সাড়ে ১২ শতাংশ বেড়ে প্রায় ৩০ শতাংশে এবং জিএসপি ফাইন্যান্সে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশ সোয়া ১১ শতাংশ বেড়ে প্রায় সাড়ে ১৮ শতাংশে উন্নীত হয়েছে। শুধু ফেব্রæয়ারিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৫ থেকে সোয়া ৭ শতাংশ পর্যন্ত বেড়েছে ন্যাশনাল ফিড মিল, ফারইস্ট ফাইন্যান্স, আলহাজ টেক্সটাইল, আরএন স্পিনিং, সিএমসি কামাল টেক্সটাইল, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ, মালেক স্পিনিং, সেন্ট্রাল ফার্মা, আরএসআরএম স্টিল, বিডি কম্পিউটার্স ও ন্যাশনাল টিউবসে। বিপরীতে সোয়া ১৬ শতাংশেরও বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে স্টাইল ক্র্যাফটে। কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ৭ শতাংশ। সাড়ে ১০ শতাংশ কমে ড্রাগন সোয়েটারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সোয়া ২১ শতাংশ, মোজাফফর হোসেইন স্পিনিংয়ে প্রায় ২০ শতাংশ ও কনফিডেন্সে প্রায় সাড়ে ২৫ শতাংশে নেমেছে। প্রায় ১০ শতাংশ শেয়ার ধারণ কমে ইয়াকিন পলিমারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ নেমেছে সোয়া ১৭ শতাংশে। -ওয়েবসাইট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেয়ারবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ