Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পহেলা বৈশাখে ৫টার পর অনুষ্ঠান নয় স্বরাষ্ট্রমন্ত্রী

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পহেলা বৈশাখে বিকাল ৫টার পর খোলা স্থানে কোনও ধরনের অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেই সাথে পহেলা বৈশাখে রাজধানীতে মোটর সাইকেলে চালক ছাড়া আর কাউকে দেখতে পেলে আটক করবে পুলিশ।
সেদিন কাঁধে কিংবা হাতে কোনো ব্যাগ না রাখতেও পরামর্শ দেয়া হয়েছে। গতকাল সোমবার বিকালে সচিবালয়ে পহেলা বৈশাখ, ইসলামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী ও ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনের নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে র‌্যাব ও আনসারের মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আসাদুজ্জামান খান কামাল বলেন, পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব। গত বছর সরকার এ দিনটি পালনের জন্য সরকারি চাকরিজীবীদের বোনাস দিয়েছে। ফলে দিনটি সমস্ত বাঙালির জন্য আনন্দের ও উৎসবের। এ কারণেই দিনটিকে আমরা নিরাপদ রাখতে চাই। এ জন্য আমরা সভা ডেকেছিলাম। এদিন সারাদেশে নিñিদ্র নিরাপত্তা দিতে চাই। তাই বিকাল ৫টার পর দেশের কোনও খোলা স্থানে অনুষ্ঠান করা যাবে না।
তিনি আরও বলেন, পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার শুরুতেই যারা অংশ নেবেন, তারাই শেষ পর্যন্ত থাকবেন। মাঝখানে কেউ শোভাযাত্রায় প্রবেশ করতে পারবেন না। এছাড়া শোভাযাত্রায় ভুভুজেলা ও বাঁশি বাজানো যাবে না, ভয়ের সৃষ্টি করে এমন কোনও বিকট শব্দ করা যাবে না। ঢাবি এলাকায় অনুষ্ঠানসূচি পরিচালনার ক্ষেত্রে সবাই সরকারের নির্দেশ মেনে চলবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই দিন রমনা বটমূল, টিএসসি, রবীন্দ্র সরোবর এলাকায় বিশেষ নিরাপত্তার আওতায় থাকবে। ইভটিজিং রোধে সিসিটিভি থাকবে, সাদা পোশাকে পুলিশ থাকবে। পহেলা বৈশাখে মোটরসাইকেলে একজনের বেশী আরোহী থাকতে পারবে না বলেও জানান তিনি।
স্ত্রীকে মোটরসাইকেলে চড়ানো যাবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পহেলা বৈশাখে একজন চলাই মঙ্গলজনক। তিনি আরও বলেন, নারীরা পহেলা বৈশাখে ভ্যানিটি ব্যাগ বহন করতে পারবেন। কিন্তু অন্য কোনও ব্যাগ তারা সঙ্গে রাখতে পারবেন না। কোনো ধরনের হামলার আশঙ্কা না থাকলেও নিরাপত্তার স্বার্থে এই ধরনের কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
ইসলামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী ও আইপিইউ সম্মেলনে নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মক্কা ও মদিনার দু’জন ইমাম আসবেন ইসলামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। তাদের নিরাপত্তা নিশ্চিত করেছি। এছাড়া, আইপিইউ সম্মেলনের কারণে ৬/৭ এপ্রিল পর্যন্ত রাজধানীতে বিদেশি অতিথিরা থাকবেন। আর ৬ তারিখে বিভিন্ন এলাকা থেকে আলেমরা ঢাকায় আসবেন। তাই সড়ক ব্যস্ত থাকবে। ওই দিন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যাতায়াতের নির্দেশনা দেবে। সবাইকে ডিএমপি’র সেই নির্দেশনা মেনে রাস্তা ব্যবহারের অনুরোধ করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ