Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টি-২০ সিরিজে ট্রফিতে চোখ বাংলাদেশের

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের রেকর্ডটা বলার মতো নয়। আইসিসির র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তানের পেছনে অবস্থান বাংলাদেশের। ৬৫ টি-২০তে ২০টি জয়ও আহামরি নয়। এমনকি হল্যান্ড, স্কটল্যান্ড, হংকংয়ের কাছেও এই ফরমেটের ক্রিকেটে হারের অতীত আছে বাংলাদেশের।  এক ম্যাচের টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ,পাকিস্তানকে হারিয়েছে ঠিকই, তবে একাধিক ম্যাচের সিরিজে আয়ারল্যান্ড ছাড়া অন্য কোনো দলের বিপক্ষে সাফল্য নেই। সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে নিকট অতীতও হতাশার-৭ ম্যাচে সব ক’টি হার। সেখানে প্রতিপক্ষ শ্রীলংকা ২০১৪’র বিশ্বচ্যাম্পিয়ন। টি-২০ বিশ্বকাপে ২ বারের রানার্স আপ। বাংলাদেশের বিপক্ষে হেড টু হেড এ রেকর্ডটাও তাদের পক্ষে-টি-২০ সিরিজে ট্রফিতে চোখ বাংলাদেশের৫ ম্যাচে ৪ জয়। সর্বশেষ ৫ ম্যাচের ৪টিতে জিতেছে তারা। দ.আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মাটি থেকে সর্বশেষ ২টি টি-২০ সিরিজ জয়ও তাদেরকে দিচ্ছে টানা তৃতীয় সিরিজ জয়ের প্রেরণা।  
তবে চলমান শ্রীলংকা সফরে টেস্ট,ওয়ানডেতে সিরিজ ভাগাভাগি করে টি-২০ সিরিজেও স্বাগতিকদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চায় মাশরাফির দল। সঙ্গে প্রেরণা হিসেবে থাকছে গত বছরের ফেব্রæয়ারিতে শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপ টি-২০তে ২৩ রানের সেই জয়। এগিয়ে থেকে ওয়ানডে সিরিজের ট্রফি জিততে না পারার কষ্ট লাঘবে তাই বাংলাদেশ দল একটু বেশিই সিরিয়াস। অসম্ভবকে সম্ভবে পরিণত করার টনিক পাচ্ছে বাংলাদেশ দল, এমনটাই জানিয়েছেন ম্যানেজার খালেদ মেহমুদ সুজন-‘আমাদের সামনে এখন দু’টি টি-২০ অবশিষ্ট আছে। পুরো দলের চোখ তাই টি-২০ সিরিজে। যদিও এই ফরমেটে আমরা এখনও তেমন পারদর্শী নই, এই ফরমেটে শ্রীলঙ্কা অনেক শক্তিশালী, তারপরও আমি মনে করি ভালোই প্রতিদ্ব›িদ্বতা হবে। পরিকল্পনাগুলো ঠিকঠাক মাঠে প্রয়োগ করতে পারলে অসম্ভব কিছু ঘটে যেতে পারে।’ প্রেমাদাসায় শ্রীলংকার টি-২০ অতীত মোটেও ভাল নয়। এই ফরমেটের ১১টি ম্যাচে ১০টি হেরেছে স্বাগতিক দল। এই অতীতও বাংলাদেশ দলকে দিচ্ছে টনিক। পাশাপাশি শ্রীলংকা স্কোয়াডে যেখানে ৫০ ম্যাচের অভিজ্ঞতা আছে তিন ক্রিকেটারের (মালিঙ্গা, তিসারা, কুলাসাকেরা), সেখানে বাংলাদেশ দলের চার সিনিয়রের (মাশরাফি, সাকিব, তামীম, মাহামুদুল্লাহ) আছে ৫০ ম্যাচ খেলার অভিজ্ঞতা। ফলে অভিজ্ঞতায়ও বাংলাদেশ স্বাগতিক দলের চেয়ে এগিয়ে।এই অভিজ্ঞতার ব্যবধানকে এনেছেন সামনে বাংলাদেশ দলের ম্যানেজার-‘অভিজ্ঞতার দিক থেকে আমরা এগিয়ে। টি-টোয়েন্টিতে ভুল হয়ে গেলে শোধরানোর সুযোগ খুব কম পাওয়া যায়। এটাই মাথায় রেখে খেলতে হবে।’
বাংলাদেশ দল যেখানে অভিজ্ঞতাকে রাখছে এগিয়ে, সেখানে বিস্ফোরক ব্যাটিংই শ্রীলংকার শক্তি। টি-২০ সিরিজকে সামনে রেখে তা মনে করিয়ে দিয়েছেন লংকান অধিনায়ক থেরাঙ্গা-‘উপরের দিকে দানুশকা গুনাথিলাকা, দিলশান মুনাবিরা, কুশল পেরেরা আছে। মাঝে আছে গুনারতেœ, সিকুগে প্রসন্ন, চামারা কাপুগেদারা, থিসারা পেরেরা। আমাদের বিস্ফোরক সব ব্যাটসম্যান আছে। মাঠে তাই নিজেদের সেরা খেলাটা খেলতে হবে।’
সর্বশেষ ২ টি টি-২০ সিরিজের ট্রফি জয়ও বাংলাদেশের বিপক্ষে সাফল্যে প্রেরণা যোগাচ্ছে বলে জানিয়েছেন থেরাঙ্গা-‘অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা টি-২০’র  সেরা দলগুলোর তালিকায় আছে। তাদেরকে আমরা হারিয়ে দিয়েছি। এই মুহূর্তে টি-২০তে আমরা ভালো অবস্থানে আছি। তাছাড়া মালিঙ্গা, কুলাসেকারা, তিসারা, কাপুগেদারা ফিরেছে। এদেরকে নিয়ে আমরা ভারসাম্যপূর্ণ একটি দল হাতে পেয়েছি।’



 

Show all comments
  • Khairul Islam ৪ এপ্রিল, ২০১৭, ৪:০৫ এএম says : 0
    Go ahead Tigers....................
    Total Reply(0) Reply
  • মারিয়া ৪ এপ্রিল, ২০১৭, ৪:০৬ এএম says : 0
    আশা করি, টি-২০ সিরিজে বাংলাদেশ জয় লাভ করবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ