Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটেনে হামলার হুমকিতে পরমাণু বিদ্যুৎকেন্দ্র ও বিমানবন্দরে সতর্কতা

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সন্ত্রাসী হামলার হুমকিতে যুক্তরাজ্যে পরমাণু বিদ্যুৎকেন্দ্র ও বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতায় বলা হয়েছে, হ্যাকারদের সাইবার হামলার শিকার হতে পারে গুরুত্বপূর্ণ এসব স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা। ফলে তাদের সার্বিক ব্যবস্থা স্থিতিশীল রাখতে বলা হয়েছে। দি সানডে টেলিগ্রাফের এক খবরে বলা হয়েছে, নিরাপত্তা সংস্থা গত ২৪ ঘণ্টায় কয়েকবার সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতায় বলা হয়েছে, সন্ত্রাসীরা নিরাপত্তা চৌকি ফাঁকি দেওয়ার উপায় উদ্ভাবন করেছে। গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, ইসলামিক স্টেট (আইএস) ও অন্য সন্ত্রাসীরা নিরাপত্তা ব্যবস্থার চোখ ফাঁকি দিতে পারে, বিস্ফোরক বহনে সক্ষমে এমন সব মোবাইল ফোন ও ল্যাপটপ তৈরি করতে থাকতে পারে। যে গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রগামী সরাসরি ফ্লাইটে ল্যাপটপ ও বড় ইলেক্ট্রনিক্স ডিভাইস বহন নিষিদ্ধ করা হয়, এই সতর্কতা জারি তারই ধারাবাহিকতা। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থার চোখ ফাঁকি দিতে পারে, এমন সব কৌশল ব্যবহার করতে পারে সন্ত্রাসীরা। আরো আশঙ্কা করা হচ্ছে, কম্পিউটার হ্যাকাররা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে যেতে পারে। টাইমস অব ইন্ডিয়া অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ