মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্থ‹ : কলম্বিয়ার ভ‚মিধসে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। বিভিন্ন বিদেশি গণমাধ্যম বলছে, মৃতের সংখ্যা বেড়ে ৩ শতাধিকে পৌঁছেছে। যাদের মধ্যে ৪৪ জনই শিশু। অন্যদিকে কলম্বিয়ার স্থ’ানীয় গণমাধ্যম বলছে, ভ‚মিধসের কারণে কলম্বিয়ার মোকোয়া শহর এখন মৃত-পুরিতে পরিণত হয়েছে। কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমের এই শহরে ভারী বৃষ্টিপাতের কারণে মাটি আর পাথর চাপা পড়েছে এলাকার অনেক মানুষ। যারা বেঁচে আছে তারা হয় আহত, নয়তো নিখোঁজ। অনেকে এলাকা ছেড়ে চলে যাচ্ছে। যারা স্থ^জনদের খোঁজে এখনো এলাকায় আছে দেশটির সেনাবাহিনী তাদের ত্রাণ বিতরণ করছে। দেশটির প্রেসিডেন্ট এলাকায় জরুরি অবস্থ’া জারি করেছেন। দেশটির প্রেসিডেন্ট জন ম্যানুয়েল সান্তোস শনিবারেই ঘটনাস্থলে যান। তিনি বলেন, সর্বশেষ মানুষটিকে খুঁজে না পাওয়া অব্দি আমরা উদ্ধার অভিযান থামাবো না। গত শনিবার ভোররাতের দিকে এই ভ‚মিধসের কারণে হতাহতের সংখ্যাও বেশি। কেননা মানুষ তখন ঘুমের মধ্যে ছিল। তবে প্রকৃত হিসাবে কত মানুষ মারা গেছে সেটা এখনি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত আছে। নিখোঁজ মানুষদেরকে উদ্ধারের জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেনাবাহিনী, পুলিশসহ উদ্ধারকর্মীরা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার রাতে কয়েক ঘণ্টার ভারি বৃষ্টিতে বেশ কয়েকটি নদীর পানি উপচে প্রাদেশিক রাজধানী মোকোয়া প্লাবিত হয়। কাদাপানির তোড়ে বহু ঘরবাড়ি ভেসে যায়, ধসে পড়ে অনেক ঘর। কয়েক ফুট কাদার নিচে চাপা পড়ে গাড়ি। সেনাবাহিনীর বরাত দিয়ে রায়টার্স জানিয়েছে, উদ্ধারকর্মীরা অন্তত ২৫৪ জনের লাশ পেয়েছেন; আহত হয়েছেন আরও চার শতাধিক মানুষ। রেডক্রস বলছে, এখনো দুই শতাধিক মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।