Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সার্বিয়ায় আলেক্সান্ডার ভুচিস প্রেসিডেন্ট নির্বাচিত

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সার্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ভুচিস। গত রোববার নির্বাচনের ফলে দেখা যায়, তিনি ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সাসা জঙ্কোভিচ পেয়েছেন মাত্র ১৪ শতাংশ ভোট। আর জুবিসা প্রিলিতাসেভিস পেয়েছেন ৯ শতাংশ ভোট। জয়ের পর ভুচিস বলেন, মানুষ তাকে সমর্থন দিয়েছেন এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদানের ব্যাপারে উৎসাহ দিয়েছেন। তিনি বলেন, আমার জন্য এই জয় খুবই গুরুত্বপূর্ণ। কারণ জনগণের এই সমর্থনে আমরা বুঝতে পারছি তারা চান যেন সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয় এবং একইসঙ্গে রাশিয়া ও চীনের সঙ্গে বন্ধুত্বও অটুট থাকে। তবে ভুচিসের বিরুদ্ধে নির্বাচনে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। ২০১৪ সালে তার দল ন্যাশনালিস্ট প্রগ্রেসিভ পার্টি বিশাল জয় পাওয়ার পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। সর্বশেষ নির্বাচনী ক্যাম্পেইনে সার্বিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর ঘোষণা দেন তিনি। ৯০ দশকের শেষদিকে জাতীয়তাবাদী প্রেসিডেন্টে ¯েøাবোদানের অধীনে দায়িত্ব পালন করেছিলেন তিনি। তবে ২০০৮ সালে সেই দলত্যাগ করে আসেন এবং প্রগ্রেসিভ পার্টি গঠনে সহায়তা করেন। ২০১২ সালে এপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি এটা গোপন করি না যে আমি বদলেছি। আমি এটা নিয়ে গর্বিত। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ