Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ায় দুর্নীতিবিরোধী বিক্ষোভে ২০ জনের বেশি আটক

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: রাশিয়ার মস্কো থেকে আরও ২০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গত সপ্তাহে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ-সমাবেশ হয়। এর জের ধরে রোববারও প্রায় ১০০ বিক্ষোভকারী মস্কোর কেন্দ্রস্থল থেকে মিছিল করে ক্রেমলিনের দিকে অগ্রসর হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সাদা পোশাকের পুলিশ ২০ থেকে ৩০ জন বিক্ষোভকারীকে ধরে নিয়ে যায়। পুলিশের বরাত ইন্টারফ্যাক্স বার্তা সংস্থার খবরে বলা হয়, আইনশৃঙ্খলা ভঙ্গের দায়ে ২৯ জনকে আটক করা হয়েছে। রাশিয়ার প্রধান বিরোধীদল প্রোগ্রেস পার্টির নেতা অ্যালেক্সাই নাভালনির ডাকে গত ২৬ মার্চ রাশিয়া জুড়ে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের পদত্যাগ দাবিতে রাস্তায় নেমে আসে। ওইদিন মস্কো থেকে নাভালনিকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাকে ১৫ দিনের কারাদÐ দেওয়া আদালত। গত রোববারের বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী রয়টার্সকে বলেন, জনগণের মনে প্রশ্ন জেগেছে এবং তারা (সরকার) এখনও কোনো উত্তর দেয়নি। অথচ যখন মানুষ এটা নিয়ে কথা বলার চেষ্টা করছে, তাদের আটক করা হচ্ছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ