Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চরভদ্রাসনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের টিলারচর গ্রামে অসহায় দিন মজুর বদরদ্দিন মোল্যার পুত্র ইমান মোল্যার বসতভিটের প্রায় দুই শতাংশ জমি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালী প্রতিবেশী দখলদার ওয়াছেল উদ্দিন শেখের ছেলে আলাউদ্দিন শেখ দখল করে বসতঘর নির্মাণ করে চলেছেন বলে অভিযোগ। এ ব্যাপারে দিন মজুর ইমান মোল্যা কোর্ট নিষেধাজ্ঞা নোটিশ নিয়ে চরভদ্রাসন থানায় শরণাপন্ন হলে পুলিশ কয়েক দফায় অভিযান করেও আলাউদ্দিন শেখের দখলদারিত্ব বন্ধ করতে পারে নাই বলে জানা গেছে। ফরিদপুর জজ কোর্ট নিষেধাজ্ঞা নং ৩২২/১৬। চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ ভক্ত জানান, “দিন মজুরের বসতভিটে দখলদারিত্বর খবর পেয়ে পুলিশ একাধিকবার অভিযান করেছেন। পুলিশ গমনের খবর পেলেই দখলদাররা পালিয়ে থাকে, পুলিশ চলে এলে আবার ঘরনির্মাণ কাজ শুরু করে। তিনি আরও জানান, শুধু তাই নয়, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহসিলদার) কয়েকবার দিন মজুরের জমি পরিমাপ করে সীমানা নির্ধারণ করে দিয়েছেন, কিন্ত দখলদার আলাউদ্দিন শেখ কোনো সিদ্ধান্তই মানছে না”। ক্ষতিগ্রস্থ দিন মজুর জানায়, প্রায় বিশ বছর আগে দখলদার আলাউদ্দিন শেখের বাড়ির সীমানা ঘেষে মোট সোয়া বিশ শতাংশ জমি কিনে সে ভোগদখলে ছিল। ১১ নং চরভদ্রাসন মৌজার হাল ২৫নং খতিয়ানের ২২৫ নং দাগ থেকে উক্ত দিন মজুর সোয়া বিশ শতাংশ জমি কিনে দখলে ছিলেন। মাত্র ছয় মাস আগে দিন মজুরের ক্রয়কৃত ভিটে জমির মধ্যে থেকে প্রায় দুই শতাংশ জমি প্রতিবেশি আলাউদ্দিন শেখ জবর দখল করে নেওয়ার পর বসতঘর নির্মাণ করতে থাকে। ফলে দিন মজুর কোনো উপায় না পেয়ে কোর্টের শরণাপন্ন হলে বিজ্ঞ আদালত উক্ত ভিটে জমিতে নিষেধাজ্ঞা জারী করেন। কিন্ত দখলদার কোর্ট নিষেধাজ্ঞা অমান্য করে বসতঘর নির্মাণের কাজ অব্যাহত রাখেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান, ইউনিয়ন ভূমিসহকারী কর্মকর্তা মো. আক্কাস আলী উপস্থিত থেকে কয়েক দফায় সালিশ বৈঠক করে দিন মজুরের জমির সীমানা নির্ধারণ করে দেন। কিন্তু দখলদার কোনো কিছু না মেনে পেশি শক্তির জোরে স্থাপনা নির্মান কাজ অব্যাহত রেেখছে বলে অভিযোগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ

১৩ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ