পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
দিনাজপুর অফিস ও হিলি সংবাদদাতা: দিনাজপুরের বিরামপুর উপজেলার রতনপুরে বোরো ধানের চারায় বিষ প্রয়োগ করে ক্ষেত নষ্ট করায় ১১ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন কৃষক আ. লতিফ মিয়া ।
জানা যায়, বিরামপুরস্থ – প্রয়াগপুর মৌজার ১১১২ দাগের ৬৬ শতক ইরি জমিতে পূর্বশক্রতার জের ধরে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে নষ্ট করেন তনপুর গ্রামের আ. রউফ (৬৫) ও তার লোকজন। জমির মালিক কৃষক আ. লতিফ মিয়া তাদের বাধা দিতে গেলে সেও শারীরিক নির্যাতনের শিকার হন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দুপুরে প্রয়াগপুর মাঠে। কৃষক জানান, তিনি ওই জমিটি ক্রয়সূত্রে মালিক। এতে আনুমানিক ৫৯ হাজার টাকার ফসলের ক্ষতি হয়েছে। এ ব্যাপারে তিনি বিরামপুর থানায় ১১ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ করেছেন। বিরামপুর থানার এএসআই সেলিম মিয়া বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে ব্যাবস্থাগ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।