Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যাংক কর্মকর্তার ঘেরে বিষ প্রয়োগ ৬০ মণ মাছ নিধন

প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : অগ্রণী ব্যাংকের ডিএমডি-১ মো. মিজানুর রহমান খানের ঝালকাঠির রাজাপুরের লেলুবুনিয়া গ্রামের বাড়ির মাছের ঘেরে প্রায় ৬০ মণ মাছ রাতের আঁধারে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে নিধন করেছে। গতকাল রোববার সকালে মাছ মরে ভেসে পচা গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের চোখে পড়ে। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘেরের তত্ত¡াবধায়ক মো. হাসান জানান, অগ্রণী ব্যাংক লেবুবুনিয়া শাখা সংলগ্ন জমিতে ১৫ শতাংশ জমিতে ঘের করে তেলাপিয়া, রুই, কাতল ও কালিবাউশ-সহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করা হয়। প্রতিদিনের মত গত শনিবার বিকেলে ঘেরে মাছের খাবার দিয়ে আসেন। তখন সকল মাছ খাবারও খেয়েছে। পরে রাতের কোন এক সময় দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে বড় বড় মাছ ধরে বস্তায় ভরে নিয়ে যায়। বিষ প্রয়োগ করায় ঘেরের সকল মাছ সকালে মরে ভেসে উঠে পচা গন্ধ ছড়ায়। রাজাপুর উপজেলা মৎস্য অফিসের মাঠ সহকারী আব্দুল বারেক হোসেন জানান, বিষ ক্রিয়ায় ঘেরের অধিকাংশ মারা গেছে। কিছু ছোট মাছ বেঁচে রয়েছে। পানি পরিবর্তন বা ওই মাছগুলো অন্য কোন স্থানের পানিতে নিয়ে ছাড়লে বাঁচানো সম্ভব। পুলিশ জানায়, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাংক কর্মকর্তার ঘেরে বিষ প্রয়োগ ৬০ মণ মাছ নিধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ