Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন ট্যানারি স্থানান্তর না হওয়ার দায় বিসিকেরও

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সরকার এবং আদালতের পক্ষ থেকে সাভার চামড়া শিল্প নগরীতে কারখানা স্থানান্তরের আদেশ দেয়ার পরও তা সরাতে না পারার জন্য শুধু কারখানা মালিক দায়ী নয়; এর জন্য বিসিকও দায়ী। গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি জানান বাংলাদেশ ট্যানার্স অসোসিয়েশনের নেতারা। বিপন্ন চামড়া খাতের অস্তিত্ব রক্ষার দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে চামড়া শিল্পসংশ্লিষ্ট কয়েকটি সংগঠন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৩ সাল থেকে সাভারে চামড়া শিল্প নগরী স্থাপনের কাজ করছে বিসিক। সেখানে এখনও কাজ শেষ করতে পারেনি সংস্থাটি। সাভার চামড়া শিল্পের অঞ্চলের কাজ শেষ করতে আরও প্রায় ১ বছর সময় লাগবে। তবু হাজারীবাগ থেকে কারখানা সরাতে আমাদের চাপ দিচ্ছে সরকার।
আর কারখানা স্থানান্তর করতে না পারার সব দোষ দেয়া হচ্ছে ট্যানারি মালিকদের। এই সময় তাদের পক্ষ থেকে দাবি জাননো হয়, বিসিকের অব্যবস্থাপনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে; হাজারীবাগের জমিতে ডিজাইন প্লান পাসের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে; যারা চামড়া শিল্প নগরীতে প্লট পাননি তাদের প্লট দিতে হবে; অবিলম্বে শিল্প নগরীতে গ্যাস-বিদ্যুৎসহ সব সংযোগ নিশ্চিত করতে হবে, চামড়া শিল্প নগরীতে অসম্পূর্ণ সুযোগ-সুবিধা ও স্থাপনা বিষয়ে প্রকৃত তথ্য সবার সামনে উপস্থাপন এবং শিগগির কাজ শেষ করতে হবে।
বাংলাদেশ ট্যানার্স অসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, হাজারীবাগের চামড়া শিল্পের কার্যক্রম বন্ধ হয়ে গেলে প্রায় ৫০ লাখ লোক বেকার হবে। আমরা আদালতের রায় মেনে নিচ্ছি। তবে আমাদের দাবি মানা হলে সব সংযোগ বিচ্ছিন্নের জন্য পরিবেশ অধিদফতরকে স্বাগত জানাব। তিনি আরও বলেন, আগামী ৫ এপ্রিল পর্যন্ত সব কর্মসূচি স্থগিত করা হলো। আগামী ৮ এপ্রিল এ শিল্পসংশ্লিষ্ট সবার অংশগ্রহণে জনসভা করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুট ওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, হাজারীবাগে গ্যাস, বিদ্যুৎ-সংযোগ কেটে দেয়া হলে চামড়া খাতে বিপর্যয় নেমে আসবে। ১ হাজার ১০০ কোটি টাকার বাস্তবায়নাধীন রফতানি আদেশ বাতিল হবে। বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নেবেন। শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা, ঋণের সুদ পরিশোধ করা উদ্যোক্তাদের জন্য কঠিন হবে।
সংবাদ সম্মেলনে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন, লেদার কেমিক্যাল ব্যবসায়ী সমবায় সমিতি, লেদার অ্যান্ড লেদার গুডস ম্যানুফ্যাকচারার্স কো-অপারেটিভ সোসাইটি, লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস সোসাইটি, বাংলাদেশ কেমিক্যাল ইম্পোর্টার্স অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনসহ চামড়া খাত-সংশ্লিষ্ট সব নেতা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ