Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বানারীপাড়ায় নকলে বাঁধা দেওয়ায় শিক্ষককে মারধর

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা : বানারীপাড়ায় ডিগ্রি কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় নকলে বাধা দেওয়াকে কেন্দ্র করে শিক্ষককে ইট দিয়ে মাথা থেতলে দিয়েছে অভিভাবক ও তার স্বজনরা। ওই শিক্ষককে অপর শিক্ষক ও ছাত্রীরা রক্ষা করতে এসে তারাও হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা ওই পরীক্ষার্থীর বাবাসহ হামলাকারী তিনজনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দুপুরে উপজেলার চৌয়ারীপাড়া হাসিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিনা বেগম জানান, শান্তা নামের বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীকে নকলে বাধা দেওয়ায় ওই শিক্ষার্থীর পিতা বানারীপাড়া পৌরসভার স্টাফ হুমায়ুন কবির শরীফ, মামা কামাল ও নাঈম ওরফে সাদ্দাম রোববার দুপুর সোয়া দুইটায় উপজেলার চৌয়ারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ঢ়ুকে গণিতের শিক্ষক হরি চাঁদ ম-লকে বেধরক মারধর করে এক পর্যায়ে ইট দিয়ে মাথা থেতলে দেয়। এ সময় অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা ওই শিক্ষককে রক্ষা করতে এলে তারাও লাঞ্ছিত হন। শিক্ষক হরিচাঁদ ম-লকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা হামলাকারী ওই তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বানারীপাড়ায় নকলে বাঁধা দেওয়ায় শিক্ষককে মারধর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ