Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম জামেয়ার অধ্যক্ষ সগীর ওসমানীর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা সগীর ওসমানী অবসর উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল (সোমবার) জামেয়ার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। মাদরাসার চেয়ারম্যান অধ্যাপক দিদারুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক পরিষদ সচিব মুফতি সৈয়দ অসিয়র রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারী জেনারেল ও জামেয়ার সদস্য সচিব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা সগীর ওসমানী, মুফতি ওবাইদুল হক নঈমী, আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, মুফতি আবদুল ওয়াজেদ, মাওলানা সৈয়দ আবু তালেব প্রমুখ। অনুষ্ঠানে জামেয়ার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিদায়ী অধ্যক্ষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জামেয়ার উন্নতি কামনা করে মুনাজাত করেন মুফতি ওবাইদুল হক নঈমী। উল্লেখ্য, আজ (মঙ্গলবার) থেকে (ভারপ্রাপ্ত) অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন শায়খুল হাদিস, আল্লামা হাফেজ সোলায়মান আনসারী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম জামেয়ার অধ্যক্ষ সগীর ওসমানীর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ