বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালি গ্রামে বতসভিটা থেকে বিতারিত করার জন্য হত্যার উদ্দেশ্যে শাহনাজ বেগম (২৬) নামে ৩ সন্তানের জননী এক গৃহবধূর হাত-পায়ে ইট-লাঠি দিয়ে পিটিয়ে এবং দাও দিয়ে কুপিয়ে কেটে দিয়েছে শ্বশুর মান্নান তালুকদার ও তার সন্ত্রাসী বাহিনী। গত রোববার রাতে পুটিয়াখালি গ্রামে ওই গৃহবধূর মায়ের সূত্রে দলিলমূলে পাওয়া বতসভিটায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূর বড় ছেলে শিশু শাকিলকেও (১০) পিটিয়ে আহত করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কান্নাজড়িত ভাঙা ভাঙা কণ্ঠে শাহনাজ বেগম সোমাবার বিকেলে জানান, তার মা হালিমা বেগমের পৈত্রিক সূত্রে পাওয়া ৩ কাঠা জমি শাহনাজের নামে দলিলমূলে তার লিখে দেন। সেই জমিতে স্বামী-সন্তানদের নিয়ে বসবাস করে আসছে। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন রোববার রাতে রিক্সা চালক স্বামী শাহ জামাল গালুয়া বাজারে থাকার সুযোগে শ্বশুর মান্নান তালুকদার, ফিরোজ, নাজমুল, সালেহা ও মমতাজসহ ও তার লোকজন ওই বাড়িতে হামলা চালায়। এসময় গৃহবধূ ৩ শিশু সন্তানকে নিয়ে ভয়ে বাঁচার জন্য ঘরের দরজা বন্ধ করে দেয় কিন্তু দেশীয় অস্ত্রধারীরা ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে শাহনাজ বেগমকে আটকে ধরে দেশীয় দাড়ালো দাও দিয়ে হাত ও পা কেটে দেয় এবং ইট ও লাঠি দিয়ে বেধরক মারধর করে। এতে হাত ও পায়ের হাড় ভেঙে যায়। রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার আবুল খায়ের রাসেল জানান, দাড়ালো অস্ত্রের আঘাতে ওই গৃহবধূর হাত ও পায়ের হাড় ভেঙে গেছে এবং মারাত্মক জখম হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল রেফার্ড করা হয়েছে। এ বিষয়ে ওই গৃহবধূর স্বামী শাহজামাল জানান, তার বাবা জমি থেকে বিতারিত করার জন্য দীর্ঘদিন ধরেই তার স্ত্রীকে মারধর করে আসছে, প্রতিবাদ করলে তাকেও মারধর করে। রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গিয়াস জানান, এ রকম কোন ঘটনা জানা নেই, কেহ অভিযোগ নিয়ে আসেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।