Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে মাজারের খাদেমের হাতে ২০ ভক্ত খুন

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোদা শহরের এক মাজারের খাদেমের হাতে নারীসহ ২০ ভক্ত খুন হয়েছে। শুক্রবার রাতের এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। ওই এলাকার আলি আহমদ গুজ্জরের মাজারের খাদেম আব্দুল ওয়াহেদ চাপাতি ও লাঠি দিয়ে ওই ভক্তদের হত্যা করেছেন। সারগোদার ডেপুটি কমিশনার লিয়াকত আলি চাট্টা জানিয়েছেন, সারগোদার জেলা হাসপাতালে ভর্তি হওয়া আহত এক নারী প্রথম এই হত্যাকান্ডের খবর দেন। ওই নারী পুলিশকে জানিয়েছেন, খাদেম ওয়াহেদ তার ভক্তদের ফোন করে মাজারে আসতে বলেন। পরে তাদেরকে একজন একজন করে তার কক্ষে ডেকে পাঠান। সেখানে তাদেরকে মাদকজাতীয় দ্রব্য সেবন করান এবং তাদেরকে নগ্ন হওয়া নির্দেশ দেন। পরে তাদেরকে পিটিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ ওই নারীর কাছ থেকে বিষয়টি জানতে পারার পর দ্রæত ওই মাজারে ছুটে যায় এবং ওয়াহেদ ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে প্রথমে তিন নারী ও ১৬ পুলিশের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে আরো একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। ডেপুটি কমিশনার লিয়াকত আলি চাট্টা জানিয়েছেন, খাদেম ওয়াহেদ লাহোরের বাসিন্দা এবং সে পাকিস্তানের নির্বাচন কমিশনে চাকরি করে। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ