Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ইভানকা ট্রাম্পের আর্থিক বিবরণীর নথি প্রকাশ

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে ইভানকা ট্রাম্পের বর্তমান সম্পদের পরিমাণ পাঁচ কোটি ডলার। গত বৃহস্পতিবার তিনি সরকারি পদ ও পদবি লাভ করেছেন। তিনি প্রেসিডেন্টের সহকারী উপদেষ্টা হিসেবে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন। গত শুক্রবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত ট্রাম্প প্রশাসনের উপদেষ্টাদের আর্থিক বিবরণীর নথি প্রকাশিত হয়েছে। আর্থিক বিবরণীরতে দেখা যায়, ট্রাম্প তনয়ার বর্তমান সম্পদের পরিমাণ পাঁচ কোটি ডলার। এছাড়া ট্রাম্পের আন্তর্জাতিক হোটেল ব্যবসায় ইভানকার শেয়ারের পরিমাণ ৫০ লাখ থেকে আড়াই কোটি ডলার। ইভানকা ট্রাম্পের ব্যক্তিগত ফ্যাশন ব্র্যান্ডের ব্যবসাও রয়েছে। ইভানকার স্বামী জ্যারেড কুশনার অনেক আগেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। আর্থিক বিবরণীর নথিতে দেখা যায়, ইভানকা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনারের মোট সম্পদের পরিমাণ ২৪ কোটি থেকে ৭৪ কোটি ডলার। এছাড়া আন্তর্জাতিক হোটেল ব্যবসায় তাদের শেয়ারের মোট মূল্যমান ১০ লাখ থেকে ৫০ লাখ ডলার। হোয়াইট হাউস জানায়, শুক্রবার প্রকাশিত হওয়া আর্থিক বিবরণীর নথিতে ট্রাম্পের উপদেষ্টাদের যে আর্থিক বিবরণী প্রকাশ করা হয়েছে, এই সম্পদের হিসাব হচ্ছে, যেদিন থেকে তারা সরকারি পদে যোগ দেন, ওই দিন পর্যন্ত তাদের মোট সম্পদের পরিমাণ। ইভানকার স্বামী জ্যারেড কুশনার পাশিাপাশি প্রেসিডেন্টের সহকারী উপদেষ্টা হিসেবে ইভানকাও হোয়াইট হাউসে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন এখন। তবে এজন্য কোনো বেতন পাবেন না তিনি। কারণ, ডোনাল্ড ট্রাম্প ইভানকাকে অবৈতনিক সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের এই আর্থিক বিবরণী চেয়েছে এথিকস রেগুলেশন। এই আর্থিক বিবরণী অনলাইনেও প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। অন্যদিকে, ইভানকার স্বামী জ্যারেড কুশনারের ৫৪ পৃষ্ঠার আর্থিক বিবরণীতে দেখা গেছে, ২৬৭টি কোম্পানিতে পদস্থ কর্মকর্তা হিসেবে আছেন কুশনার। এখন অবশ্য তিনি অনেকগুলোতেই কোনো পদে নেই। ৩৬ বছর বয়সী জ্যারেড কুশনার ট্রাম্পের পররাষ্ট্রনীতিবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প ও জামাই জ্যারেড কুশনার হোয়াইট হাউসে চাকরি করা সত্তে¡ও এখনো ব্যবসার মুনাফা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। হোয়াইট হাউসে সরকারি পদে চাকরি করা ধনী ব্যক্তিরা কী পরিমাণ অর্থ-সম্পদ থাকা অবস্থায় কাজে যোগ দিয়েছেন, তার হিসাব প্রকাশ করা হয়েছে শুক্রবার। এ-সংক্রান্ত নথিতে ইভানকা ও কুশনারের আয়ের তথ্য উল্লেখ করা হয়েছে। ধনী কর্মকর্তাদের নিয়োগ করায় তাদের আয়ের উৎস নিয়ে বিতর্ক ওঠার পর হোয়াইট হাউস ধনী ব্যক্তিদের অর্থ-সম্পদের হিসাব প্রকাশ করে। তারা যখন হোয়াইট হাউস ছেড়ে যাবেন, তখন সহজে বোঝা যাবে তারা কী পরিমাণ অর্থের মালিক ছিলেন, আর ছেড়ে যাওয়ার সময় কত অর্থের মালিক হলেন। কর্মকর্তাদের আয়ের স্বচ্ছতার জন্য এ কাজ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের নথিতে বলা হয়েছে, উভয়ে ট্রাম্পের উপদেষ্টা। তবে তারা তাদের ২৪০ থেকে ৭৪০ মিলিয়ন ডলারের ব্যবসা থেকে মুনাফা গ্রহণ করেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ধনী প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার মন্ত্রিসভাও সর্বোচ্চ সম্পদশালী। বøুমবার্গ পত্রিকার হিসাব অনুযায়ী, ট্রাম্পের মন্ত্রিসভা ও তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সম্পদের পরিমাণ প্রায় ১২ বিলিয়ন ডলার। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ