Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে আমাকে নগ্ন হওয়ার নির্দেশ দেয়া হয়

ভারতীয় নারীর অভিযোগ

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা দেহ তল্লাশির একপর্যায়ে নগ্ন হতে বলেছে বলে অভিযোগ করেছেন ভারতীয় এক নারী। এনডিটিভি জানায়, ৩০ বছরের শ্রæতি বাসাপ্পা ভারতের ব্যাঙ্গালুরু থেকে আইসল্যান্ডে যাচ্ছিলেন। গত ২৯ মার্চের এই ঘটনা নিয়ে পরে ফেইসবুকে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দেন শ্রæতি। তিনি বলেন, তার পুরো শরীর স্ক্যান করে কিছুই পাওয়া যায়নি। কিন্তু তারপরও বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের সন্দেহ রয়ে যায়। আমি তাদের বলি, তারা চাইলে আমার গায়ে হাত দিয়ে তল্লাশি করতে পারে, শুধু একটু সাবধানে। দুই সপ্তাহ আগে আমার পেটে অস্ত্রোপচার হয়েছে। আমি সে সম্পর্কিত কাগজপত্রও তাদের দেখাই। কিন্তু তারা আমার কথা পাত্তাই দেয়নি। তারা আমাকে পোশাক খুলে ফেলতে বলে। শ্রæতি নিজের অবস্থানে অনড় থাকেন এবং পোশাক খুলবেন না বলে সাফ জানিয়ে দেন। সেইসঙ্গে তিনি আইসল্যান্ডের নাগরিক তার স্বামীকে ডাকতে বলেন। আমার স্বামীকে দেখার সঙ্গে সঙ্গে তাদের সুর নরম হয়ে যায়। তারা দ্রæত আমার শরীরে হাত দিয়ে তল্লাশি কাজ শেষ করে। তবে কি সঙ্গী বা সহযাত্রী শেতাঙ্গ হলে বাদামি চামড়ার মানুষরা আর সন্দেহভাজন থাকে না? আমি কি তখন আর তাদের জন্য হুমকি ছিলাম না। ভাবতেই ভয় লাগছে, যদি আমি একা থাকতাম বা আমার স্বামী যদি ইউরোপের নাগরিক না হতেন তবে সেখানে কি ঘটতো। এনডিটিভির পক্ষ থেকে এ বিষয়ে জানতে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো উত্তর দেয়নি। তবে শ্রæতির ফেইসবুক পোস্টের জবাবে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর কর্তৃপক্ষের ভেরিফাইড ফেইসবুক পাতা থেকে বলা হয়, এটা শুনে আমি হতবাক হয়ে গেছি। অবশ্যই কাউকে তল্লাশি করার যথাযথ প্রক্রিয়া এটা নয়। আমরা এ বিষয়ে আপনার প্রতিক্রিয়ায় প্রশংসা করছি। কখন এবং কোথায় এ ঘটনা ঘটেছে সেটা আমরা জানতে চাচ্ছি। এনডিটিভিকে শ্রæতি জানান, এরই মধ্যে তিনি নিরাপত্তাকর্মীদের দ্বারা হেনেস্তা হওয়ার বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন। যদিও দুইদিন পেরিয়ে যাওয়ার পরও তাদের কাছ থেকে এ বিষয়ে কোনো জবাব না পাওয়া আমাকে বিস্মিত করেনি। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ