মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : শেষ পর্যন্ত সাহিত্যে নোবেল পুরস্কার গ্রহণ করলেন মার্কিন সংগীতশিল্পী, সুরকার ও গীতিকার বব ডিলান। স্টকহোমে পূর্বনির্ধারিত একটি কনসার্টের আগে ছোট একটি অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ পদক গ্রহণ করেছেন। গত শনিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত বছরের অক্টোবরে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার পর থেকে দীর্ঘদিন নীরব ছিলেন বব ডিলান। ১৪ দিন পর নীরবতা ভেঙে টেলিফোনে নোবেল কমিটিকে ডিলান জানিয়েছিলেন নোবেল পাওয়ার খবরে তিনি ‘ভাষা হারিয়ে ফেলে ছিলেন’। এর প্রায় এক মাস পর সুইডিশ একাডেমির কাছে পাঠানো চিঠিতে ডিলান জানান, তাঁর ‘পূর্বপ্রতিশ্রæত’ একটি অনুষ্ঠান থাকায় নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারছেন না। তবে গত মাসের শেষের দিকে সুইডিশ একাডেমি জানিয়েছিল, সুইডেনে এসেই পদক গ্রহণ করবেন ডিলান। ডিলানের পদক গ্রহণের বিষয়ে সুইডিশ একাডেমির পক্ষ থেকে বিস্তারিত কিছুই জানানো হয়নি। তবে একাডেমির একজন সদস্য, বার্তা সংস্থা এপিকে বলেছেন, অনুষ্ঠানটি খুব ভালোই গেছে। ডিলান খুবই চমৎকার ও দয়ালু মানুষ। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।