Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্দোলনে নতি স্বীকারে বাধ্য হল ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট বিরোধী দলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যে রায় দিয়েছে তাতে প্রবল গণ আন্দোলন শুরু হয়েছে দেশটিতে। প্রচন্ড চাপের মুখে দেশটির ক্ষমতাসীন সরকার রায়টি পূনর্বিবেচনার আবেদন জানায়। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গত শনিবার মধ্যরাতের পর রাষ্ট্রীয় টেলিভিশনে এ সিদ্ধান্তের কথা জানান। অভিযোগ উঠেছে, ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দলের দ্বারা প্রভাবিত হয়ে বিতর্কিত দুটি রায় প্রদান করে। এই রায়ের মাধ্যমে দেশটির বিরোধীদলগুলোকে আরও কোনঠাসা করে প্রেসিডেন্ট মাদুরোকে একছত্র ক্ষমতা প্রদানের পায়তারা করা হয়। কিš রায়কে কেন্দ্র করে তীব্র গণ-আন্দোলন গড়ে উঠে দেশটিতে। রাজধানী কারাকাস সহ বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবল প্রতিরোধ গড়ে তোলা হয়। অবশেষে চাপের মুখে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে ক্ষতাসীনরা। টেলিভিশনে দেওয়া বক্তব্যে প্রতিবাদকারীদের শান্ত হওয়ার আহŸান জানান মাদুরো। বলেন, বিতর্ক শেষ হয়ে গেছে, সংবিধানই জিতেছে। দ্য স্টার ও ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ