Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার একা সব সমস্যার সমাধান করতে পারে না : মোদি

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সব সমস্যার সমাধান সরকার একা করতে পারে না, জনগণের অংশগ্রহণ জরুরি- কারণ তারাই সব সমস্যার সমাধান করতে পারে। ১০ হাজার ছাত্র-ছাত্রীর ভিডিও কনফারেন্সে মোদি তার বক্তব্যে বলেন, নতুন ভারত, স্মার্ট সিটি ও ক্যাশলেস লেনদেনের মূল আধারই হল প্রযুক্তিগত সমাধান। গতকাল রোববার এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠানটি ভারতের ২৬ স্থানে এক যোগে প্রচারিত হয় এবং এ অনুষ্ঠানে টানা ৩৬ ঘন্টা ১০ হাজার প্রোগ্রামার অংশগ্রহণ করেন। ভারতের সৃজনশীল যুবসম্প্রদায়ের নতুন উদ্ভাবনকে উৎসাহ দিতে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের আয়োজনে এ ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি তথ্যপ্রযুক্তিজনীত সমস্যার সমাধানে উদ্ভাবনী ক্ষমতা নিয়ে যুব সম্প্রদায়কে এগিয়ে আসতে তাদের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। মোদি বলেন, নতুন ভারত গড়তে গেলে দক্ষতা বাড়ানোর প্রতি বিশেষ নজর দিতে হবে। প্রাচীনকাল থেকেই জ্ঞান-বিজ্ঞানে ভারতের অবদান অসীম। আর্যভট্টের শূন্য আবিষ্কারের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, উপনিষদ থেকে উপগ্রহ ভারতই সেরা। কিন্তু সমাজে বেড়ে চলা তথ্যপ্রযুক্তিগত সমস্যার দ্রæত সমাধান প্রয়োজন। স্বাধীনতার আগে ভারতবাসী যেমন স্বাধীন ভারতের স্বপ্ন দেখত, সেই আবেগের মতোই নতুন ভারত গড়ার স্বপ্ন দেখতে হবে। তথ্যপ্রযুক্তিগত ৫০০টিরও বেশি সমস্যা রয়েছে। সেগুলির সমাধান বের করার চেষ্টা করো। সরকার তোমাদের পাশে আছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ