Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিরকুকে কুর্দি পতাকা ওড়ানোয় নিষেধাজ্ঞা

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাকি পার্লামেন্ট কিরকুকে কুর্দি পতাকা ওড়ানো নিষিদ্ধ করেছে। এখন থেকে কিরকুকের সরকারি ভবন ও প্রতিষ্ঠানসমূহে ইরাকি পতাকার পাশাপাশি আর কুর্দিস্তানের পতাকা উত্তোলন বরা হবে না। ৩২৮ সদস্যের পার্লামেন্টে ১৮৬ সদস্যের উপস্থিতিতে শনিবার পার্লামেন্টের এক অধিবেশনে এমপিরা শুধু ইরাকি পতাকা ওড়ানোর পক্ষে ভোট দেন। কিরকুক প্রদেশের এক এমপি হাসান তুরান আনাদলু বার্তা সংস্থাকে জানান, কুর্দি রাজনীতিবিদরা ভোটের আগে পার্লামেন্ট থেকে ওয়াকআউট করেন। এ সপ্তাহের প্রথমদিকে আধা-স্বায়ত্তশাসিত কিরকুক প্রাদেশিক পরিষদÑ কেপিসি শহরের সরকারি স্থাপনাসমূহে ইরাকি পতাকার পাশাপাশি কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) পতাকা ওড়ানোর পক্ষে ভোট দেয়। তবে, কেপিসি’র আরব ও তুর্কমেন সদস্যরা ওই ভোটে ভেটো দেন। এমন এক সময় বিষয়টির অবতারণা ঘটল যখন কেআরজি নেতা মাসুদ বারজানি কুর্দিস্তানের স্বাধীনতার ব্যাপারে অনেকদিন ধরে গণভোট আয়োজনের কথা বলে আসছিলেন। কুর্দি বার্তা সংস্থা রুদাউ জানায়, কেপিসি’র সদস্যরা কিরকুককে কুর্দিস্তানের আঞ্চলিক প্রশাসনের আওতায় আনার ব্যাপারে একাট্টা হবেন। কেপিসি’র সদস্য ইব্রাহিম খলিল রুদাউকে জানান, তারা তাদের দাবি-দাওয়ার পক্ষে ২২টি স্বাক্ষর সংগ্রহ করে কুর্দিস্তানের সংশ্লিষ্ট আঞ্চলিক দলগুলোর কাছে তা দিয়েছেন, তারা এব্যাপারে যা করার তা করবে। তিনি বলেন, এটা তাদের অধিকার এবং সাংবিধানিক অধিকার। কিরকুক ইরাকের একটি তেলসমৃদ্ধ প্রদেশ। এখানে জাতিগত সম্প্রদায়গুলো যেমন কুর্দি, আরব, তুর্কমেন ও অ্যাজিরিয়ানরা সম্মিলিতভাবে বসবাস করে। প্রদেশটির নিয়ন্ত্রণ নিয়ে কুর্দি ও ইরাকি সরকারের মধ্যে প্রতিদ্ব›িদ্বতা রয়েছে। আল জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ